রাজনীতি ও প্রেম
আহাম্মেদ জিসান
দেখা হবে রাজপথে ফুটপাতে মহাসড়ক অবরোধে
হবে আন্দোলন ; চিৎকারে অথবা নীরবতায়
ভাষণে ভাষণে মুখরিত চারদিক।
আমি দলীয় প্লেকার্ডে মাথায় কালো কাপড়
তুমি বিরোধীদলীয় নেত্রী। আমি শুধু প্রেম বুঝি
সর্বস্ব দিতে জানি। আমি অকুতোভয় বীর
প্রেম অথবা রাজনীতি ; আমি ঝাপিয়ে পড়ি
এক হাতে পতাকা অন্য হাতে গোলাপ
তুমি বরাবরই বিরোধ করেছ; ভালোবাসা নাকি অন্যায়
তবে প্রিয়তমা বোঝ না আন্দোলনের মর্ম।
ভালোবাসা অন্য রকম রাজনীতি ; এখানে আন্দোলন হয়
রূপকার্থে পুলিশ, টিয়ার গ্যাস নিক্ষেপ হয়
মাথা ফাটে হাত কাটে বুকের মাঝে গুলিবিদ্ধ
ক্লান্তিতে থেমে যাবার ভয়; সঙ্গ খোজা
রাত জাগা। পদ নয় অধিকার আদায়ই যেন মূখ্য বিষয়।
অবশেষে জয় পরাজয়; শত পরিশ্রমেও অনেকে ব্যর্থ
অনেকে বিজয়ের মালা গলায় বাড়ি ফেরে
অকুতোভয় বীর বেশে।
যে হারল সে কি একেবারেই শেষ? নাকি নতুন অধিকার
নতুন আন্দোলন, প্রেম রাজনীতিতে হবে ঘেরাও।
তুমি বুঝি জানো না, রাজনীতি ও প্রেম
পথে পথে ঘোড়া অধিকার আদায়ের খেলা
এ এক নেশা। তারা কখনো পেছন ছাড়েনা।