হৃদয় যদি ব্ল্যাক হোল হতো
স্টিং থিওরি অথবা স্থান কাল
সব হাইপোথিসিস এখানে প্রযোজ্য
নয়,শুধু ধর্ম নিয়েই তার আলোচনা হয়।
দুঃখ কষ্ট কিছুটা আনন্দ কিছুই হতো
না প্রকাশ ,তখন অনন্ত শীতলতা আমার মহাকাশ।
ভালোবাসা কখনো মরে না
কেবল শুকিয়ে যায়
হঠাৎ জল পেলে সেও
বাঁচার প্রয়াস দেখায়।দেশ বলতে কি বিশাল ভূখণ্ড ,
গাছপালা নদী নালা আর মানুষ?
সেটা না জেনে কেবল দেশপ্রেম
নেশায় মাঝ রাতে নামে প্রত্যুষ।
দেশ মানে এক অসাধারণ অনুভূতি
প্রত্যহ যার স্পন্দন শিরায় শিরায়
প্রমান যদি দেখতে হয় দেখো
ক্ষুদিরাম সুভাষের শিরদাঁড়ায়।
এখনো আমি রাত জাগি
তোমার কি মনে হয় মরে গেছি?
পূর্ণিমার চাঁদ আজ বহুদূরে
তবে একদিন ছিল খুব কাছাকাছি।
আপনার লেখনীতে আছে ভিন্নতা, আছে অন্যরকম মাধুর্য । যা আমার হৃদয়কে ভাবতে শিখিয়েছে। সুন্দর কবিতার জন্য ধন্যবাদ জানাই আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
thank you very much :)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit