অসংখ্য প্রেতাত্মায় অর্পিত ঈশ্বর
অস্পৃশ্য মোহে গড়া দেবতার আসর
ছাইয়ের গন্ধে মৃত মননের ঘরে
ধোঁয়াটে শ্বাপদ চিহ্ন অথর্ব অবয়বে
শব্দরা সব জড়বস্তু বিকৃত,জাতিশ্মরে
তোমরা কি দেখেছ চিরমুক্তির অভিশাপ?
দেখেছ প্রাণের বিনিময়ে মৃত্যুর অসংখ্য বিনিয়োগ?
আমি দেখেছি-
দেখেছি এস্ট্রোল প্রজেকশনের বিন্দু বিয়োগ ধ্যানমগ্ন ফিঙ্গের রংচটা ঠোঁটেও
স্রোতের মতো মহাকাল আরেক সৌরজগতে কক্ষপথ রচিত করতে,
দেখেছি- বিধ্বস্ততার বাইরে চেতনার অস্তিত্বকে ধরে নিতে, যা "জঞ্জাল দেহ" নামে তোমরা নামকরণ করেছ,
পৃথক করেছ শারীরিক দেহ থেকে।