ভ্রান্ত জীবন

in poetry •  7 years ago  (edited)

image source
হতবাক সেই ছেলেটা
খুঁজেছিল এক অন্য জীবন
অদ্ভুত সব ভাবনায় তার
তাড়িয়ে বেড়ায় সর্বক্ষন।
সে চায় হারিয়ে যেতে
কোন এক ছোট নদীর ধারে
ঝিরি ঝিরি বাতাসের মাঝে
বাতাসের আড়ালে
শান্ত নদীতে গা ডুবিয়ে
গ্রাম্য গরু গুলো গলা উঁচিয়ে
নীরবে ভেসে বেড়াবে...
এধার থেকে ওধারে।

কচুরী পানায়ভেসে থাকা দূরে বহুদূরে
লাল, কালো, হলদে ফরিং আর প্রজাপতিরা
রঙীন আলো ছড়িয়ে দেবে
চোখ আর মনের কানায় কানায়
কাশ ফুলের আখ চিবুতে চিবুতে
বসে থাকা সর্বক্ষণ নদীর পারে
বোকা সে বালক
বসে বসে দ্যাখে
ভেসে যাওয়া নদীর স্বপ্ন গুলো
মধুমতি নদীর ধারে।
-

অসংখ্য ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

nice post of poetry i am following you

thank you very much for following me. It will be my pleasure if you give me some suggestion for my update.
I am a fresher in the arina.