" তোমার শরীর একটি মদের নহর
অথবা স্বর্গীয় সুধার ঝর্ণা "
কবির এমন বর্ণনায় -
খিলখিল হেসে ওঠে নগ্ন মেয়েটি
যার শরীর ভেজা কবির লালায়
এভাবে কেউ তাঁকে আদর করেনি কখনো
কবিতা শোনায় নি
নুয়ে পরা দেহপাশে শুয়ে বিলিকেটে চুলে
সমুদ্র গভীরতায় দেখেনি তাঁর দেহপল্লব
দুঃখের পাষাণ গলায় নি কেউ প্রেমময় কথায়
Image source
ঠোট, বুক আর নিতম্ব খুবলে খেয়েছে
খদ্দের দল
শুষ্ক ক্ষেতে চড়িয়েছে বুনো মহিষের
উদ্যত লাঙ্গল
স্থলন শেষে ঘর ছেড়ে পালিয়েছে দ্রুত
Image by
পালানোর কথায় মেয়েটি ফের হেসে ওঠে
কবির চোখে চোখ রেখে বলে -
'হুজুর চেনেন '?
আমি এক হুজুর চিনি
অালিফ - বা - তা পড়তো আমাকে ৷
I am the author of the poem @perseuscyril
Don't copy / past without permission.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit