Hello people's how are you all? Hope all of good by the grace of almighty Allah. I am also good by the grace of almighty Allah.
Let's today share my poetry, actually poetry is the best way for provide heart pain, when i feel pain then i write poetry.
How are you
Like you left.
Not good though?
When was I?
What is my responsibility?
No pressure.
Arrogance?
The whole hill is equal.
Forget it?
There is no chance of that.
Still stubborn?
No! Intersection of walls.
I will break down the walls.
Noticing the time?
Five years in total.
After you are done.
Sunaina was wrong.
Don't call this name ....
Love no more?
He has no question.
Why tears?
Insects have fallen.
Who are you lying to?
Old me.
Extend the left leg?
Will hit again?
No, I brought Payal.
I read anklets today.
Won't you forgive?
Let it be deposited.
Are you wearing blue sari anymore?
Her choice of purple.
Who does that mean?
Who am I today?
Oops! Married?
Hmmm, there's a girl.
Wow! Happy family.
But the heart is broken.
Husband does not love?
When did I say that?
But why back off?
That memory is paradoxical.
Once you call Antu?
Opportunity .....
Doesn't come again and again.
Still writing poetry?
Never left the pen.
Husband is calling you.
Loses my eyes.
You are very lucky.
Um, of course, yes, I know this, why it's something known in advance.
Getting up, though?
When did I stop?
I'm going but?
Be well Antu ...
You can read it Bangla :
আছো কেমন?
রেখেছো যেমন।
ভালো নেই তবে?
ছিলাম ই বা কবে?
দায় কী আমার?
চাপাই নি ভার।
জমেছে অভিমাণ?
পুরো পাহাড় সমান।
ভুলিয়ে দেই?
সুযোগ যে নেই।
এখনো সেই জেদ?
নাহ! দেয়ালের ছেদ।
ভেঙে দিবো দেয়াল।
নেই সময়ের খেয়াল?
মোটে পাঁচ বছর।
হয়ে গেছো পর।
ভূল হয়েছে সূনয়না।
এ নামে....
আর ডেকোনা।
ভালোবাস না আর?
প্রশ্নই নেই তার।
চোখে কেন জল?
পড়েছে পোকার দল।
মিছে বলছ কাকে?
পূরনো আমিকে।
বাম পা বাড়াবে?
আবার আঘাত করবে?
নাহ,পায়েল এনেছি।
আজ নুপূর পড়েছি।
করবে না ক্ষমা?
সেটা থাকুক জমা।
নীল শাড়ি পরেছ আর?
বেগুনি পছন্দ তার।
তার মানে কার?
আজ আমি যার।
ওহ! বিয়ে হয়েছে?
হুম মেয়েও আছে।
বাহ! সুখি পরিবার।
তবে হৃদয় ছারখার।
ভালবাসে না স্বামী?
কখন বলেছি আমি?
তবে কেন পিছুটান?
সেই স্মৃতি প্রতিমান।
অন্তু বলে ডাকবে একবার?
সুযোগ.....
আসে না বার-বার।
কবিতা লিখ এখনও?
কলম ছাড়িনি কখনো।
স্বামী ডাকছে তোমাকে।
চোখে হারায় আমাকে।
তুমি ভীষণ লাকি।
হুম, সে দিবেনা ফাকি।
উঠছি তবে?
আটকিয়েছি কবে?
আমি যাচ্ছি কিন্তু?
ভালো থেকো অন্তু...!💔🥀
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit