" ঊর্ধ্বগতির বাজার "
নিত্যপণ্যের দাম বেড়েছে হু হু করে,
মানুষের মুখে হাসি থেমে গেছে চুপ করে।
ভাত-ডাল-তেল আর পেঁয়াজ-লবণ,
মাংস! সে তো মাংস নয়, যেন সোনার চরণ ।
আয় বাড়ে না, ব্যয় বাড়ে দিন দিন,
সাধারণ মানুষের জীবন হয়েছে কঠিন।
কখন শেষ হবে এই দুঃখের দিন,
সবার মনে এখন শুধু সেই চিন্তা ভিনভিন।
কোন পয়সা জমাতে পারে না হাত,
পণ্যের দামে সবাই এখন কাত।
কিছু কেনার আগে ভাবি বারবার,
"কাল কি কিনতে পারবো এই পণ্য আবার?"
সবজি, মাছ, ফলের দামও চড়া,
এক পোয়া মাংসের জন্য কেউ দেয় না সাড়া।
শিশুরা চায় খেলনা, বয়স্ক চায় শান্তি,
কিন্তু দামের ভারে সবার মাঝেই ক্লান্তি।
কখন আসবে সেই দিন, যখন ফুটবে সবার মুখে হাসি,
এভাবেই চলতে থাকলে গরিবের গলায় ফাঁসি।
দোয়া করি আমরা, ফিরুক সেই সুদিন,
যখন সবাই একসাথে হাসবে, হবে খুশির দিন।
কঠিন এই দিনগুলি পার করব সবাই মিলে,
ঊর্ধ্বগতিকে করবো বধ , একসাথে তিলে তিলে।
এই সংগ্রামের শেষে আসবে শান্তির আলো,
নিত্যপণ্যের দাম হবে ন্যায্য, হবে না আর কোনো কালো।
**-------- সমাপ্ত --------**