স্বামীকে পরীক্ষা করার জন্য স্ত্রীর ফেইসবুক ফ্যাক আইডি দিয়ে প্রেম আলাপ :🥀🌹💐
স্ত্রী ---Hi
স্বামী ---hello
স্ত্রী --- how are u?
স্বামী --- I'm fine..!
স্ত্রী --- can we be introduced to each other??
-- আপু আপনি বাংলাতে বলেন!
ইংরাজি তেমন বুঝিনা।
(স্বামী )
-- আপনি কি করেন?
--বসে আছি! আপনি??
--আরেহ্, আমি বুঝাতে চাইলাম
আপনি কি study করেন, নাকি job করেন?
--ওহ, আমি জব করি..। আপনি?
--আমি পড়ালেখা করি। বাই দ্যা ওয়ে আপনার
বাসায় কে কে আছে??
--আমরা দুই ভাই এক বোন আর আব্বু-আম্মু।
স্ত্রী মনে মনে বলতেছে সব ঠিক
আছে। দেখি বিয়ে করছে কিনা জিজ্ঞাস করি
--আচ্ছা, আপনি কি বিয়ে
করেছেন? নাকি
এখনো করেন নি?
--নাহ্, এখনও বিয়ে করিনি তবে
পছন্দমত পেলে করবো...! (মুচকি হাসির ইমো দিয়ে)
স্ত্রী-- যেটা ভাবছি, শালা
আমারে বাদ দিয়া দিছে শালা
ঘরে বউ রেখে আর আমারে বলে বউ নাই, লুইচ্চা তোরে
খাইছি
.
এভাবে প্রতিদিন বউয়ের সাথে
চ্যাট করে।
বউ আগের মতো তেমন কেয়ার করেনা।
করবেই বা কেন... ঘরে বউ রেখে
বলে বউ নেই
একদিন স্বামী বলতেছে দেখা করবে। বউ অনিহা প্রকাশ
করলো...
--নাহ, আমাকে বাসাতে থেকে
বেরোতে দেয়না আম্মু। (স্ত্রী)
-- আরেহ, শপিং করার বাহানা দিয়ে চলে আসবে।
তোমাকে অনেক কিছু শপিং করে
দিবো।
স্ত্রী, দাঁতে দাঁত চেপে -"শালা
লুইচ্চা, আমি শপিং করার কথা কইলে বলে টাকা নেই,
আর এখন
বলে শপিং করে দিবে বুঝবি মজা, আমি
দেখা করতে
যাব, দেখি কি করিস।
.
-- ইয়ে, মানে সত্যি শপিং করে
দিবা?
--হুম..সত্যি, তুমি আসবে কবে বলো?
--কালকে সকালে ১১টায় আসব,
আমি তোমার জন্য মার্কেটের সামনে অপেক্ষা করব।
এসে মেসেঞ্জারে কল দিবে
কেমন?
--আচ্ছা! দিবো, উম্মাহ। স্বামী
খুশিতে কুটকুটি হয়ে গেছে
স্ত্রী সকাল ১১টায়, পায়ে হিল
জুতো, জিন্স প্যান্ট, শর্ট বোরখায়
হিজাব পরে মুখ বেদে, চোখে
রঙিন সানগ্লাস দিয়ে মার্কেটে
যেতে রেডি হচ্ছে।
স্বামী বাসা থেকে বেরিয়ে গেল, আজকে দেখা করার
ডেট তাই।
--হ্যালো, তুমি কোথায়? (স্বামী)
--এইতো তোমার জন্য অপেক্ষা করছি।
বউ একটু স্টাইলিশ ভাবে কথা
বললো যাতে করে ধরা না পড়ে।
তারপর দুজন মিলে শপিং করলো।
বউ দামি দামি গিফ্ট কিনলো।
সব বিল দিলো স্বামী। সব শেষে বললো...
--চলো lunch করবো দুজনে ক্ষুধা
লাগছে। (স্বামী)
-- নাহ, আজকে লেট হয়ে গেছে অন্য একদিন করবো। (মনে
মনে ভাবতেছে বাসায় যাও চান্দু
তোমার গিফ্ট তোমাকে দিমু-- (স্ত্রী)
স্ত্রী, কিছুতেই রাজিনা, কারণ
খেতে গেলে ধরা খাবে।
স্বামী বেচারা হাসি চেপে রাখতে না পেরে হে, হে,হে
করে
হেসে দিয়ে বলে.....
--আরে পাগলি , তুমি ভাবছো আমি কিচ্ছু জানিনা?
বাসায় কে বকবে?
আমার বউয়ের সাথে আমি খাব! বকবেটা কে শুনি?
-- মানে কি! তুমি সব জানতে?
-- হ্যাঁ, আমি সব জানতাম আর
আমিও মজা করবো
বলে তোমাকে কিছু বলিনি।
এই বলে শপিং ব্যাগ দিয়ে ধুপধাপ বাড়ি দিতে লাগলো
স্ত্রী...
আজকে বাসায় চলো মজা দেখাব বলে হাসতে হাসতে খাম*ছি দিলো। 🙂🙂
নতুন নতুন মজার গল্প পেতে পেইজটি ফলো দিয়ে রাখেন