পর্দা

in prda •  2 years ago 

IMG_20220703_150418.jpg
আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই, আশা করি সবাই ভালো আছেন।আজকে বলবো আপনাদের মাঝে পর্দা নিয়ে কিছু কথা। আশা করি সবাই পর্দা করবেন।মহা নবী হযরত মোহাম্মদ(সাঃ)মেরাজ থেকে আসার পরে দরজা বন্ধ করে কান্না করতে ছিলেন। তখন মহা নবী হযরত মোহাম্মদ (সাঃ)এর মেয়ে ফাতেমা (রাঃ)এসে জিজ্ঞেসা করলেন বাবা আপনার কি হয়েছে,,
মহা নবী হযরত মোহাম্মদ (সাঃ) দরজা খুলে কেঁদে কেঁদে বললেন,আমাকে যখন জান্নাত দেখানো হলো তখন আমার খুব ভালো লাগলো।
কিন্তুু যখন জাহান্নাম দেখানো হলো মা আমি সহ্য করতে পারলাম না।সেখানে শাস্তি এত বেশি যা সহ্য করা যায় না।আর সেই জাহান্নামে নারীদের সংখ্যা বেশি ছিল।
আমি দেখলাম কিছু নারীদের চুল উপরে তুলে রাখছে।নিচে আগুন জ্বলছে।তাদের চিৎকার শুনে মনে হচ্ছে জাহান্নাম ফেটে যাবে।কিন্তুু কোনো ফেরেস্তা তাদের আগুন এক মিনিটের জন্যও বন্ধ করে না।
যখন আমি জিবরাইল (আঃ) জিজ্ঞেস করলাম এদের এভাবে শাস্তি দেওয়া হচ্ছে কেনো
তখন জিবরাইল (আঃ) বলেন, এরা হলো সেই নারী যারা পর্দা করে চলতো না।
যে নারী রাস্তা ঘাটে চুল বের করে হাটে, যে নারী এমন পোষাক পরে যা ছেলেদের আকর্ষিত করে।
এসব শুনে ফাতেমা (রাঃ) বললেন বাবা আমি নিজে পর্দা করি, তবুও আজ থেকে এমন পর্দা করবো,যেন সকল মুসলাম মা বোনেরা আমার মতই পর্দা শীল নারী হয়ে উঠে।
( তাই সকল মা বোনদের বলছি সময় থাকতে আমরা সবাই পর্দা করি। আর পর্দা নারীদের সম্মান বাড়িয়ে দেয়)
আশা করি আজকে থেকে আমরা সবাই পর্দা করবো।
(আমিন)

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!