মুমূর্ষু স্মৃতি
( ঘাস ফুল)
তোমার প্রেমকে মনে হয় এক বিভাজিত গ্রহাণুর মত
তোমার হদয়খানি একখন্ড প্রজ্জলিত উল্কার সম
ভালোবাসা নিয়ে খেলার ছলে ভগ্নাংশ হয়ে
তুমি নিজেকে করেছো আজ খন্ডে খন্ডে খন্ডিত!
অথচ,পারিজাতের নিভৃত মোড়ে
যখন দেখা হয়েছিলো একান্তে দুজনের,
দেখা হয়েছিলো অদ্ভুদ এক বন্য বাসরে
ভালোবাসার প্রতিশ্রুতি ছিলো অর্কের মত অখন্ডনের!
তারপর কত সহস্র কদম হেঁটেছি আমি!
তোমার নামের জয়ধ্বনি করি,
শিশির সিক্ত পৃথ্বী তলে দিবসযামী
শুনতে চেয়েছি কেবলই তোমার পদ ধ্বনি!
আজও বৈরী ইঁদুরের দংশিত মম চিত্তে
নিয়ে চলেছি তোমার মুমূর্ষু স্মৃতি বয়ে,
ক্লিষ্ট হৃদয় যদিবা হারিয়েছিলো গতিপথ
তবুও রুদ্ধ আত্মা ভাঙেনি সেই শপথ।।
source: Premer Kobita