Source
বন্দী চাচা
বদরের যুদ্ধে আল্লাহ তাআলা যখন মুসলমানগণকে জয়যুক্ত করলেন এবং কাফিরদেরকে পরাভূত করলেন, তখন মুসলমানগণের হাতে যারা বন্দী হয়েছিল, তাদের মধ্যে হুযুর (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর চাচা হযরত আব্বাস (রাদি আল্লাহ আনহু) ছিলেন।বন্দীদের থেকে যখন মুক্তিপণ দাবী করা হলো, তখন হযরত আব্বাস বললেন, হে মুহাম্মদ আমিতো গরীব, আমার কাছে তো কিছুই নেই। তুমি যখন আমাকে মক্কায় ত্যাগ করে চলে এসেছিলে তখন বংশের সবার থেকে আমি গরীব ছিলাম। হুযুর (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ফরমালেন, তা ঠিক, তবে আপনি যখন কাফিরদের সাথে বদরের যুদ্ধে আসার সনস্থ করলেন, তখন আপনি চাচী উম্মে ফজলকে গোপন ভাবে যে স্বর্ণের পাতগুলো দিয়ে এসেছেন, সেটা গোপন করছেন কেন? হযরত আব্বাস (রাদি আল্লাহ আনহু) এ কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন এবং হুযুরের এ অদৃশ্য জ্ঞান দেখে মুসলমান হয়ে গেলেন।
সবকঃ
আমাদের হুযুর (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর কাছে কোন বিষয় গোপন নেই। আল্লাহ তাআল হুযুরকে প্রত্যেক কিছুর জ্ঞান দান করেছেন। ইলমে গায়বও হুযুরের একটি মুজিজা যার উপর প্রত্যেক মুসলমানের ঈমান রয়েছে।
তথ্যসূত্র
� দালায়েলে নবুয়াত ১৭১ পৃঃ ২ জিঃ
� ইসলামের বাস্তব কাহিনী - ১ম খন্ড
You just received a 5.14% upvote from @honestbot, courtesy of @hmkhamid!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
You have been defended with a 6.67% upvote!
I was summoned by @hmkhamid.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit