![MG5aEqKFcQi5xsGsUDYUN1LNu9Qi8onYittfhSMCpK247Cb8uro6vQhXDoBf8ehsEotAUTPPBq7Vx7t7KfVLbrSt7Znj2kiwY (1).png](https://cdn.steemitimages.com/DQmSk26ThR8FXJdVBRjpkP8UHp39Qn2jWxAiasvDeMw2zm4/MG5aEqKFcQi5xsGsUDYUN1LNu9Qi8onYittfhSMCpK247Cb8uro6vQhXDoBf8ehsEotAUTPPBq7Vx7t7KfVLbrSt7Znj2kiwY%20(1).png
Copyright Free Image Source: PixaBay
কুইজ আমার খুবই ফেভারিট । স্কুলে পড়ার সময়ে প্রচুর কুইজ কনটেস্ট করতাম আমরা ক্লাসে নিজেদের মধ্যে । গর্ব করে বলতে পারি যে ম্যাক্সিমাম কন্টেস্টে আমিই উইনার ছিলাম । বিজ্ঞান, সাহিত্য আর প্রাণীজগৎ ছিল বেশি প্রিয় আমার কুইজ কন্টেস্টের বিষয়ে । খেলাধুলা-র বিষয়ে একটু কম পারতাম । আর ভূগোল এবং ইতিহাসে তেমন একটা পারতাম না । তবে অঙ্ক আর বুদ্ধি বিষয়ক কুইজ গুলোতে ছিলো ঈর্ষণীয় দক্ষতা ।
গত এপিসোডের (এপিসোড নাম্বার ১৮) কুইজের পুরস্কার আজ রাতেই প্রদান করা হবে । তাই আজকে নিউ আরেকটা কুইজ এপিসোড নিয়ে হাজির হলাম । আজকের কুইজের পুরস্কার নতুন কুইজ এপিসোড পাবলিশ হওয়ার রাত্রে দেওয়া হবে ।
নিয়মাবলী :
১. একজন ব্লগার একটার বেশি কমেন্ট করে কুইজ এর উত্তর দিতে পারবেন না ।
২. কমেন্ট এডিট করা যাবে না ।
৩. অন্যের উত্তর হুবহু কপি পেস্ট করা যাবে না ।
৪. আমার সন্দেহ হলে আপনার উত্তরের সোর্স জানতে চাইতে পারি ।
৫. গুগল সার্চ ইঞ্জিন এবং বই এর সাহায্য নেওয়া যাবে । তবে সেখান থেকে হুবহু কপি করা যাবে না ।
০৬. দশটি কুইজ এর সবগুলির সঠিক উত্তর কেউ যদি না দিতে পারেন তো -
--- প্রথম সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $২ এর আপভোট
--- দ্বিতীয় সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $১ এর আপভোট
--- তৃতীয় সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $০.৫০ এর আপভোট
পুরস্কার :
১. প্রথম সঠিক উত্তরদাতা : $২০ এর আপভোট $৩০ এর আপভোট তাঁর যে কোনো একটি একটিভ পোস্টে
২. দ্বিতীয় সঠিক উত্তরদাতা : $১০ এর আপভোট $২০ এর আপভোট তাঁর যে কোনো একটি একটিভ পোস্টে
৩. তৃতীয় সঠিক উত্তরদাতা : $০৫ এর আপভোট $১০ এর আপভোট তাঁর যে কোনো একটি একটিভ পোস্টে
পুরস্কার :
১. প্রথম সঠিক উত্তরদাতা : $২০ এর আপভোট $৩০ এর আপভোট তাঁর যে কোনো একটি একটিভ পোস্টে
২. দ্বিতীয় সঠিক উত্তরদাতা : $১০ এর আপভোট $২০ এর আপভোট তাঁর যে কোনো একটি একটিভ পোস্টে
৩. তৃতীয় সঠিক উত্তরদাতা : $০৫ এর আপভোট $১০ এর আপভোট তাঁর যে কোনো একটি একটিভ পোস্টে
1
দশটি মজার কুইজ : সঠিক উত্তরদাতাকে পুরস্কার দেওয়া হবে -এপিসোড ১৯ (বিশেষ এপিসোড)
rme (86)ADMIN✠ Founder 🔯in আমার বাংলা ব্লগ • yesterday
Copyright Free Image Source: PixaBay
কুইজ আমার খুবই ফেভারিট । স্কুলে পড়ার সময়ে প্রচুর কুইজ কনটেস্ট করতাম আমরা ক্লাসে নিজেদের মধ্যে । গর্ব করে বলতে পারি যে ম্যাক্সিমাম কন্টেস্টে আমিই উইনার ছিলাম । বিজ্ঞান, সাহিত্য আর প্রাণীজগৎ ছিল বেশি প্রিয় আমার কুইজ কন্টেস্টের বিষয়ে । খেলাধুলা-র বিষয়ে একটু কম পারতাম । আর ভূগোল এবং ইতিহাসে তেমন একটা পারতাম না । তবে অঙ্ক আর বুদ্ধি বিষয়ক কুইজ গুলোতে ছিলো ঈর্ষণীয় দক্ষতা ।
গত এপিসোডের (এপিসোড নাম্বার ১৮) কুইজের পুরস্কার আজ রাতেই প্রদান করা হবে । তাই আজকে নিউ আরেকটা কুইজ এপিসোড নিয়ে হাজির হলাম । আজকের কুইজের পুরস্কার নতুন কুইজ এপিসোড পাবলিশ হওয়ার রাত্রে দেওয়া হবে ।
নিয়মাবলী :
১. একজন ব্লগার একটার বেশি কমেন্ট করে কুইজ এর উত্তর দিতে পারবেন না ।
২. কমেন্ট এডিট করা যাবে না ।
৩. অন্যের উত্তর হুবহু কপি পেস্ট করা যাবে না ।
৪. আমার সন্দেহ হলে আপনার উত্তরের সোর্স জানতে চাইতে পারি ।
৫. গুগল সার্চ ইঞ্জিন এবং বই এর সাহায্য নেওয়া যাবে । তবে সেখান থেকে হুবহু কপি করা যাবে না ।
০৬. দশটি কুইজ এর সবগুলির সঠিক উত্তর কেউ যদি না দিতে পারেন তো -
--- প্রথম সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $২ এর আপভোট
--- দ্বিতীয় সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $১ এর আপভোট
--- তৃতীয় সর্বোচ্চ উত্তরদাতাকে প্রতিটি সঠিক উত্তরের জন্য কুইজ পিছু $০.৫০ এর আপভোট
পুরস্কার :
১. প্রথম সঠিক উত্তরদাতা : $২০ এর আপভোট $৩০ এর আপভোট তাঁর যে কোনো একটি একটিভ পোস্টে
২. দ্বিতীয় সঠিক উত্তরদাতা : $১০ এর আপভোট $২০ এর আপভোট তাঁর যে কোনো একটি একটিভ পোস্টে
৩. তৃতীয় সঠিক উত্তরদাতা : $০৫ এর আপভোট $১০ এর আপভোট তাঁর যে কোনো একটি একটিভ পোস্টে
কুইজ : (বিবিধ)
কিছু বিশেষ কথা :
আট মাস আগে সেপ্টেম্বরের ১০ তারিখ থেকে শুরু হয়েছে এই কুইজ পর্ব । সবাই দেখছি বেশ এনজয় করছেন এই কুইজ পর্বগুলি । এই আট মাসে সর্বমোট আঠারোটি পর্ব প্রকাশিত হয়েছে । আজকের এই বিশেষ পর্বটি বিগত আঠারোটি পর্ব থেকেই কুইজ নিয়ে করা হয়েছে । বেশ মজার, তাই না ? তাই এই বিশেষ পর্বে কুইজের সংখ্যা সর্বমোট ১৮টি । পুরস্কারও তাই এই পর্বে বেশি রাখা হচ্ছে । প্রথম পুরস্কার $৩০ এর আপভোট, দ্বিতীয় পুরস্কার $২০ এর আপভোট এবং তৃতীয় ও সর্বশেষ পুরস্কার $১০ এর আপভোট । গত বেশ কিছু পর্বের পুরস্কার বাকি রয়ে গিয়েছে । আগামীকাল থেকে যেসকল পর্বের পুরস্কার বাকি রয়ে গিয়েছে সেগুলো ধাপে ধাপে দেওয়া শুরু করবো ।
০১. মহেঞ্জোদারো এবং হরপ্পান সভ্যতার বেশ কিছু পোড়া মাটির ফলকে এমন একটা অদ্ভুত প্রাণীর ছবি খোদাই করা আছে যেটি নিয়ে যুগ যুগ ধরে মানুষের কৌতূহলের কোনো সীমা নেই । প্রচুর রূপকথা, উপকথাতে এই রহস্যময় প্রাণীর উল্লেখ আছে । অবশ্য প্রাণিবিজ্ঞানীদের মতে প্রাণীটি সম্পূর্ণ একটা কাল্পনিক প্রাণী । কি সেই প্রাণী ?
০২. জলাতঙ্কের টীকার আবিষ্কর্তা সর্বপ্রথম এক জন অল্প বয়সী বালকের উপরে প্রয়োগ করেন বালকটির বাবার প্রচুর অনুরোধের পর । কারণ, তাঁর নিজের মনেই সন্দেহ ছিল যে এই টীকা মানব দেহে কার্যকর হওয়া নিয়ে । কিন্তু, অবাক ব্যাপার যে বালকটির প্রাণের আশা সবাই ছেড়ে দিয়েছিলো সে সুস্থ হয়ে ওঠে এই জলাতঙ্কের ইনজেকশনের ফলে । প্রশ্ন হলো আবিষ্কর্তার নাম কি এবং কোন প্রাণীর কামড়ানোর ফলে সৃষ্ট জলাতঙ্কের টিকা আবিষ্কার করেছিলেন তিনি ?
০৩ কোন প্রাণীর এমন এক আশ্চর্য ক্ষমতা আছে যেটা থেকে মানুষ প্রভাবিত হয়ে সেই প্রাণীর জিনের অবিকল প্রতিলিপি তৈরী করে অঙ্গহীন মানুষদের নতুন অঙ্গ তৈরির প্রচেষ্টা করছে যেটা অনেকাংশেই সফল হয়েছে । এই প্রাণীর শরীরের যে কোনো অঙ্গ কেটে ফেললে সেখানে নতুন করে অবিশ্বাস্য গতিতে কোষ বিভাজন ঘটিয়ে নতুন অঙ্গ তৈরী করে নেয় । মাথা, চোখ, ফুসফুস এমনকি হার্টের মতো গুরুত্বপূর্ণ অঙ্গ নতুন করে গজিয়ে ফেলার ক্ষমতা ছোট্ট এই প্রাণীটির আছে ।
০৪. পক্ষীরাজ, ইউনিকর্ন, ফিনিক্স, গ্রীফিন, ইয়েতি, চুপাকাবরা প্রভৃতি কল্পলোকের প্রাণীদের সম্পর্কে গবেষণা করার একটা শাখা রয়েছে । কী নাম এই বিদ্যার ?
০৫. মহা শ্মশান । দাউ দাউ করে জ্বলছে চিতা কাষ্ঠ । সেই চিতার আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে এক মহাপুরুষের নশ্বর দেহ । আর চিতার প্রজ্জ্বলিত কাঁপা কাঁপা সেই অতি স্বল্প আগুনের আলোকে আর এক মহান পুরুষ কাঁপা কাঁপা হাতে লিখে চলেছেন এক শ্রদ্ধাঞ্জলি "রবিহারা" । চোখে জল, এলো হাওয়ায় উড়ছে অবিন্যস্ত কেশরাশি ।