শুক্রবার থেকে আবার বাড়তে পারে বৃষ্টি

in rain •  5 months ago  (edited)

দেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর ক্রিয়াকলাপ হ্রাস অব্যাহত রয়েছে। বৃষ্টিপাতও উল্লেখযোগ্য হারে কমেছে। এই অবস্থা বৃহস্পতিবার পর্যন্ত থাকতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। তবে শুক্রবার থেকে সারাদেশে ধীরে ধীরে বৃষ্টিপাত বাড়তে পারে।https://rb.gy/3zysa5

1721188767-c8c291a2bc7d7f9113a5367cb57fe5d0.jpg

মঙ্গলবার আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদেশে মৌসুমী বায়ু "কম সক্রিয়" ছিল। মূলত এই বর্ষার প্রভাবে দেশে মৌসুমি বৃষ্টিপাত হয়। বর্ষা যত শক্তিশালী এবং সক্রিয় হবে, তত বেশি বৃষ্টি হবে। যেহেতু এটি বর্তমানে খুবই দুর্বল অবস্থায় রয়েছে, গতকাল সারাদেশে আবহাওয়া অফিসের 51টি পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে 29টিতেও বৃষ্টিপাত কমেছে। তবে দেশের অধিকাংশ স্থানে সামান্য বৃষ্টিপাত হয়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সর্বোচ্চ ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময় সিলেটে বৃষ্টিপাত হয়েছে ৩৪ মিলিমিটার। এছাড়াও, বিভাগ 23টি মানমন্দিরে হালকা বৃষ্টিপাত (1 থেকে 10 মিমি পর্যন্ত) রেকর্ড করেছে। ঢাকাসহ চার জেলায় হালকা বৃষ্টি (এক মিলিমিটারের কম) হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, ময়মনসিংহ ও সিলেট জেলার কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। উপরন্তু, এই তিনটি এলাকায় কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!