সবাই তাকে ভয় পায়, তার নামে বাঘে-মহিষে এক ঘাটে জলও খায়। এফবিআই আর ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল লিস্টে তার নামটা সবসময় একদম ওপরের দিকেই থাকে। যুগের পর যুগ ধরে ভারতের গুপ্তচর সংস্থা ‘র’ হন্যে হয়ে খুঁজেছে তাকে, হাজারো নিরীহ মানুষের প্রাণ কেড়ে নেয়া এই ঘৃণ্য খুনীকে আইনের আওতায় আনতে বেছে নিতে হয়েছে কত বেআইনী রাস্তা! শোনা যায় সে অমুক জায়গায় আছে, তমুক জায়গায় আছে, অথচ তার খোঁজে সেখানে হানা দিলে লোকটার চুলের নাগালও পাওয়া যায় না। নাম তার দাউদ ইব্রাহিম, ভারত থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের আন্ডারগ্রাউন্ডের অবিসংবাদিত ঈশ্বর; ‘ডন’ শব্দটা যার নামের পাশে সবচেয়ে মানানসই!
আন্ডারওয়ার্ল্ডের ডন ! দাউদ ইব্রাহিম এর গল্প। শুনুন কিভাবে চোর থেকে ডন হল।
সবাই তাকে ভয় পায়, তার নামে বাঘে-মহিষে এক ঘাটে জলও খায়। এফবিআই আর ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল লিস্টে তার নামটা সবসময় একদম ওপরের দিকেই থাকে। যুগের পর যুগ ধরে ভারতের গুপ্তচর সংস্থা ‘র’ হন্যে হয়ে খুঁজেছে তাকে, হাজারো নিরীহ মানুষের প্রাণ কেড়ে নেয়া এই ঘৃণ্য খুনীকে আইনের আওতায় আনতে বেছে নিতে হয়েছে কত বেআইনী রাস্তা! শোনা যায় সে অমুক জায়গায় আছে, তমুক জায়গায় আছে, অথচ তার খোঁজে সেখানে হানা দিলে লোকটার চুলের নাগালও পাওয়া যায় না। নাম তার দাউদ ইব্রাহিম, ভারত থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের আন্ডারগ্রাউন্ডের অবিসংবাদিত ঈশ্বর; ‘ডন’ শব্দটা যার নামের পাশে সবচেয়ে মানানসই!