চলেছে ঝরনা, গান গাইছে সুর,
স্বপ্নের পাখি উড়ছে আকাশের দূর।
অন্ধকারে চেয়ে, আলোকে চাই,
নতুন সকাল আসুক, হৃদয়ে চায়।
বৃষ্টি এসে যেন, বয়ে নিয়ে যায়,
মনুষ্যত্বের কথা, হৃদয়ে ধরে রাখে।
বিশ্ব সংসারের, একটুকু সুখ,
যতটুকু জীবনে, তা হয় মধুর রূখ।
নতুন দিনের আলো, আশা নিয়ে আসুক,
নয়নের জল সাফ, সুখে ভরুক।
স্বপ্নের পাখি, উড়ুক মেঘের মাঝে,
আলোর পথে, হোক তার সাজে।
এই কবিতাটি একটি আশা এবং জীবনের সুন্দর মুহূর্তের দিকে দৃষ্টি দেওয়ার চেষ্টা করেছে