ভাজা পিঠা তৈরি রেসিপি।

in recipe •  last year 

সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আবারো আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আরেক টা নতুন রেসিপি পোষ্ট নিয়ে। আজকে আমি আপনাদের সাথে ভাজা পিঠা তৈরি রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে ।

IMG_20230711_111340.jpg

ভাজা পিঠা তৈরি রেসিপি।
উপকরণ -
১।চালের গুঁড়া
২।চিনি
৩।লবণ
৪।তেল

ধাপ-১
IMG_20230710_181254.jpg

প্রথমে একটা পাতিলে পানি গরম করে নিতে হবে।

ধাপ-২
IMG_20230711_102046.jpg

IMG_20230711_101650.jpg

IMG_20230711_101441.jpg

তারপর একটা বড় বাটি মধ্যে গরম পানি ঢেলে নিতে হবে। এরপর একে একে চালের গুঁড়া চিনি ও লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে গোলা করে নিতে হবে।

ধাপ-৩
IMG_20230711_121821.jpg

IMG_20230711_112030.jpg

এবার চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিতে হবে।

ধাপ-৪
IMG_20230711_111334.jpg

IMG_20230711_110206.jpg

IMG_20230711_110159.jpg

এরপর তেল গরম হয়ে গেলে তাতে গোলা করা তা গরম তেলে উপর ছাড়তে হবে। ছাড়া পর উল্টে পাল্টে ভেজে নিতে হবে।

ধাপ-৫
IMG_20230711_111340.jpg

ভালো করে ভেজে তুলে নিতে হবে। এভাবেই খুব সহজে তৈরি করতে পারবেন।ভাজা পিঠা তৈরি রেসিপি। আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো থাকবেন। সুস্থ থাকবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Congratulations, your post has been upvoted by @campingclub from CCS - A community by witness @visionaer3003.!
Home is where your heart is !❤️
cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81LgoDfTovZFjKgw6zMQtAnAPjGMC8RWTcjJfJscBJfnwR4Gi8DzYa91VcGQiVQ6nybhCecG6tn97bGn4jfYjj26.png
Vote for @visionaer3003 as

Thank you.