রেদোয়ান মাসুদের ৩ টি কবিতা

in redwan •  6 years ago  (edited)

রেদোয়ান মাসুদ এর কবিতা 

যদি কখনও হারিয়ে যাই
____ রেদোয়ান মাসুদ

যদি কখনও হারিয়ে যাই না ফেরার দেশে,
আমার কথা কখনও কি পড়বে তোমার মনে।
যদি কখনও খবর পাও আমার চলে যাওয়ার কথা,
হৃদয়ে জাগবে কি তোমার একটুখানি ব্যাথা?
চলে গেলে দিও বিদায় হাসি ভরা মুখে,
আমার জন্য এক ফোটা জল ফেলোনা ঐ চোখে।
আকাশের দিকে তাকিয়ে বলবে, লক্ষ তারার মাঝে,
এত তাঁরার মাঝে একটি তাঁরার খবর কেউ কি কখনও রাখে?  

  নীরবেই কাঁদব
___ রেদোয়ান মাসুদ
আমি নীরবেই কাঁদব
নীরবেই হাসব,
কখনও বলব না আর
আমার কান্না পাচ্ছে দেখে যাও একবার ।
.
আমি নীরবেই জ্বলব
নীরবেই মরব
কখন বলব না আর
মরার বেলা এই তৃষ্ণার্ত ঠোটে একফোটা জল দাও একবার।
.
আমি নীরবেই সইব
নীরবেই দেখব
কখনও বলব না আর
পোড়া হৃদয়খানি দেখে যাও একবার ।
.
আমি নীরবেই ভালবাসব
নীরবেই হৃদয়ে রাখব
কখনও বলব না আর
কত ভালভালবাসি তোমায় চেয়ে দেখ একবার ।
.
আমি নীরবেই ভাবব
নীরবেই কাছে রাখব
কখনও বলব না আর
একবার কাছে এসে দেখে যাও মুখটি আমার ।
.
আমি নীরবেই অদৃশ্য হব
নীরবেই চলে যাব
কখনও বলব না আর
চির তরে চলে যাচ্ছি বিদায় দাও এবার ।   

.

চোখে এখন আর জল আসেনা

______ রেদোয়ান মাসুদ  

চোখে এখন আর জল আসেনা

কত কাদি, কত একা বসে থাকি

কিন্তু কান্নার আর শেষ হয় না

কাঁদতে কাঁদতে শেষ হয়ে গেছে জলের রাশি

তাইতো এখন আর রোমাল দিয়ে চোখ মুছতে হয় না।। 

তোমাকে হারানোর কথা এখন আর মনে করতে হয় না

চোখের সামনে সবসময়ই ভাসে তোমার ছবি

যে ছবি এখন আর রং তুলি দিয়ে আকতে হয় না

হৃদয়ের ঝরানো সে রক্ত দিয়ে আকা 

তাই শুধু শুধু এখন আর কাগজ তুলি নিয়ে বসে থাকতে হয় না।। 

গাছের ডালে এখন আর পাখি ডাকে না 

পৌষ মাসেও পাতার ডগায় নিশি জমে না

নদীর বুকে এখন মরুভূমি বাসা বেধেছে

যা তোমার সাথে এখন বন্ধুত্বের হাত বাড়িয়েছে

তাইতো নদীর সেই কলকল সূর এখন আর কানে আসেনা।। 

শত চেষ্টার পরেও এখন আর গান শুনতে পারি না।

কারন বনের পাখি এখন আর গান গায় না

ফুলের বাগানেও এখন আর গন্ধ পাই না

ভোমরাও নাকি তাই এখন আর ফুলের বাগানে আসে না

তাইতো নাক কান এখন আর খোলা রাখতে হয় না।। 

সাগরে নাকি এখন অনেক ঢেউ ওঠে 

কিন্তু সেই ঢেউ এখন আর হৃদয়ে দোলা দেয় না

কারন আকাশে এখন অনেক মেঘ জমে আছে

আর সেই মেঘ পৃথিবীটাকে অন্ধকার করে রেখেছে

তাইতো হৃদয়ে এখন আর বৃষ্টির ছোয়া লাগে না।। 

চোখের পাতা এখন আর বুজাতে হয় না

সারাক্ষন চেয়ে থাকে

এখন আর বার বার বলতে হয় না

আর একটু জেগে থাক, একটু পরে ঘুমাও

এভাবেই জেগে থাকি।। 

কারো সামনে এখন আর কান্না লুকাতে হয় না

ভিতরে কষ্ট থাকলেও বাইরে দেখা যায় না

কি হয়েছে তোর? এ প্রশ্নের উত্তর দিতে হয় না

কারন, চোখে এখন আর জল আসেনা

তাইতো রোমাল দিয়ে এখন আর চোখ মুছতে হয় না।।  

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!