আমরা কম বেশি সকলেই নদী দেখেছি। নদীতে গোসল করতে অনেক মজা লাগে। আমাদের বাংলাদেশ নদীমাতৃক দেশ। বাংলাদেশে অনেকগুলো নদী আছে। পদ্মা মেঘনা যমুনা বাংলাদেশের সব থেকে বড় তিনটি নদী। ঢাকায় রয়েছে বুড়িগঙ্গা নদী। বুড়িগঙ্গা নদীতে অনেকে মাছ ধরে। বর্তমানে বুড়িগঙ্গা নদীতে শালার ফিস এর পরিমাণ বেশি হয়ে গেছে। শাকার ফিস একটি ভয়ংকর প্রজাতির মাছ। নদীতে বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায়। আমাদের দেশে পদ্মা নদীতে ইলিশ মাছ পাওয়া যায়। পদ্মার ইলিশের খ্যাতি বিশ্বজুড়ে। পদ্নার ইলিশের স্বাদ অনেক।
নদী
last year by sakim (37)