চোখ বলে এক কথা আর বিবেক বলে অন্য কথা

in rnraselrajib •  last year 

এক আসামিকে খুনের অপরাধে আদালতের কাটগড়ায় তুলা হয় । কিন্তু আসামিকে দেখে মনে হয় না যে সে খুন করতে পারে । আর অন্য দিকে উকিলের প্রমান সব আসামির দিকে । উকিলের সাক্ষী আর প্রমান প্রমানিত করে যে আসামি ই খুন করেছে ।জজের চেয়ারে বসা জজ সাহেবের চোখ বলছে এই লোক খুন করতে পারে না কিন্তু জজ সাহেব রায় লিখতে চাইলে বিবেক বলে ও খুনি । জজ সাহেব কি রায় দিবে তা নিয়ে হিমহিম খাচ্ছে । তাই তিনি ৩ দিন পর রায় দিবে বলে উঠে চলে গেলেন। জজ সাহেব পরের দিনে ঐ আসামি কে একটা পাসোনাল রুমে ডেকে নিয়া আসে আর ঐ রুমে জজ সাহেব আর আসামি থাকে অন্য কেউ এলাউ না । জজ সাহেব আসামিকে বলে আমি চোখ বলছে তুমি এই খুন করনি আর রায় লিখতে গেলে বিবেক বলে তুমি খুনি । তখন আসামি বলে জজ সাহেব আপনিই ঠিক আমি এই খুন করিনি । আজ আপনাকে একটা সত্য কথা বলি আমি আজ থেকে আরো ৩ বছর আগে একটা ৮ বছর বাচ্চাকে হত্য করে ডুবার পানিতে তাকে ডুবিয়ে দেয় এবং তার লাশ কেউ খুজে পায় নাই ।
আসামি বলতাছে আমি যে ঐ খুন করে পাপ করেছি তার শাস্তি হিসেবে এই খুনের মিথ্যা মামলায় ফেসে গেছি। জজ সাহেব আমার শাস্তি হওয়ার দরকার । সত্য কখনো গোপন থাকেনা আর পাপের শাস্তি একদিন না একদিন হবে ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...