অতীতের স্মৃতি (রোমান্টিক গল্প)

in romantic •  9 months ago 

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ/ আদাব
আশা করি সবাই অনেক ভালো আছেন

      অতীতের স্মৃতি 

মোঃ রাশেদুজ্জামান (জিহাদ)

একদিকে প্রাপ্তির আনন্দ অপরদিকে, হারানোর বেদনা আমাদের সমাজের সকলেরই। অতীতের স্মৃতি গল্পে দুটি সুন্দর মনের মিলনের ঘটনা উপস্থাপন করা হবে। ভালোবাসা হলো মনের সাথে মনের এক জমজমাট সন্ধি। ভালোবাসা নামক শব্দটি মানুষের জীবনে যেকোনো সময় চলে আসতে পারে। কিন্তু! আমাদের সমাজের শিক্ষিত লোকেরা বলে আমি বিশ্ববিদ্যালয় অথবা মেডিকেলে গিয়ে আমার জীবনের প্রেম বা ভালোবাসা শব্দটা নিয়ে আসব। আসলে এটা মানুষের একদমই ভূল ধারণা।

তাইতো ড. এপিজে আব্দুল কালাম স্যারের সাথে আমিও বলতে চাই, ভালোবাসার নির্দিষ্ট কোন কাল বা সময় থাকেনা যে ভালোবাসা ঐসময়ে চলে আসবে। হাজারো স্মরনীয় ব্যক্তির মধ্যে তুমি আমার আমার কাছে সবচেয়ে বেশি স্মরণীয় এই অনুভূতিটা প্রতিটি ভালোবাসার মানুষগুলো। একদা এক ছেলে এক মেয়ের মনের মধ্যে জায়গা করে নেওয়া অনুরোধ জানায়। কিন্তু! মেয়েটি কোনোভাবেই ছেলেটাকে তার মনের মধ্যে জায়গা দিতে চায় না। তবুও ছেলেটা মেয়েটাকে মনে মনে অনেক ভালোবাসতে থাকে। অতঃপর, ছেলেটা মেয়েটাকে ভূল পারেনা। মেয়েটার হাসি দেখলে নাকি ছেলেটার হৃদয় শীতল হয়ে যায়। অনেকদিন কেটে গেল ছেলেটা মেয়েটাকে মনে মনে ভালোবাসালেও কাউকে বলতো না এবং অনুভব করতে দিতো না।

১ থেকে ২ মাস পর মেয়েটা ছেলেটাকে চিরকুট দিয়ে কথা বলার জন্য অনুরোধ করলো। কিন্তু! ছেলেটা হতবাক হয়ে গেল এবং চিরকুটটি মিথ্যা ভাবতে লাগলো। কিছুদিন পর এক ঐতিহাসিক স্থানে ছেলে এবং মেয়ের পরষ্পরের দেখা হয়ে গেল এবং মেয়েটা ছেলেটার নাম বলে ডাক দিল। মেয়েটা তার মনের ভালোবাসার কথা ছেলেটাকে বললো এবং ছেলেটাও রাজি হয়ে গেল। দিনটি ছিল ১৫ ই মে ।প্রকৃত ভালো তো সে তোমাকে বাসে যে সবোর্চ্চ ত্যাগ তিতিক্ষা পেরিয়ে শুধু তোমার কাছেই আসে।এটা হলো স্কুল জীবনের প্রেম কাহিনী, এরপর ধারাবাহিকভাবে কলেজ, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল জীবনের প্রেম কাহিনী লিখবো ইনশাআল্লাহ।

1713683570862-01.jpeg

সবশেষে বলতে চাই, ভালো থাকুক ভালোবাসার মানুষগুলো। কেউ নেগেটিভ মনে করবেন না আর নেগেটিভ মনে করার কোন সুযোগই নেই এটাই বাস্তবতা।

ধন্যবাদ জানাই কমিউনিটির সবাইকে ♥️

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!