সবাইকে রমজানুল মুবারাক

in romdan •  7 years ago 

আজকে রাতে সেহরি খেয়ে কাল থেকে রোজা । রোজা মুসলমানদের আত্তসংজমের মাস । এ মাস কে বলা হয় ইবাদাতের মাস । পবিত্র কুরআন এই মাসেই নাজিল হয়েছিল এই জন্য এই মাস অনেক গুরুত্ব পূর্ণ । এই মাসে সবে কদরের রাত অনেক গুরুত্ব পুর্ন । বলা হয় এই মাস হাজার মাসের চেয়ে ভালো । আসলে রমজান মাস একটি টে্রনিং এর মাস । অন্য মাস গুলো ভালো ভাবে পাপমুক্ত থাকার জন্য বিশেষ টে্রনিং ।

রমজানের সকল শিক্ষা আমাদের গ্রহন করতে হবে। মিথ্যা বলা , অন্যের কষ্ট দেওয়া , বাজে কথা বলা , ঝগড়া করা , দিনের বেলায় খওয়া ও স্ত্রী মিলিত হওয়া যাবে না ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

sobe kodorer rat hajar rat thhekke vaalo **

You got a 1.67% upvote from @postpromoter courtesy of @farhananipa!

Want to promote your posts too? Check out the Steem Bot Tracker website for more info. If you would like to support the development of @postpromoter and the bot tracker please vote for @yabapmatt for witness!