লোকমুখে শুনেছি ভালো হতে পয়সা লাগে কিন্তু আমি বলবো ভালো হতে পয়সা লাগে। যেমন আপনি মনে করেন আপনি এখন ভালো হতে চাচ্ছেন আপনি সিগারেট খান মি সিগারেট খাওয়া ছেড়ে দিবেন কিন্তু আপনি সিগারেট খাওয়া ছেড়ে দিতে পারবেন না কারণ আপনার মস্তিষ্ক আপনার বিরুদ্ধে যাবে আপনার শরীর আপনার আপনার বিরুদ্ধে যাবে কারণ এটা এক ধরনের নেশা এবং আপনি এর প্রতি আসক্ত আপনি ইচ্ছা থাকলেও আপনি এটাকে ছাড়তে পারবেন না যদি না আপনি মাদক নিরাময় কেন্দ্রে যান।
এখন মাদক নিরাময় কেন্দ্রে গেলে আপনাকে ডাক্তার দেখে টাকা দিতে হবে বোঝা যাচ্ছে যে আপনি ভালো হতে চাইলে এখানে আপনাকে টাকা খরচ করতে হবে। তিনি আপনি যদি চিন্তা করেন যে আমি ভালো করে খা করে ভাল মানুষ হব সে ক্ষেত্রে আপনাকে ভালো একটি বিশ্ববিদ্যালয় ভর্তি হতে হবে এবং সেটার জন্য আপনাকে কিছু টাকা পয়সা খরচ করতে হবে প্রাইভেট পড়তে হবে কোচিং করতে হবে তারপর যদি প্রাইভেটে পড়েন তাহলে তার কথাই নিয়ে আজ লাখ লাখ টাকা আপনাকে খেলতে হবে।
তো যারা বলেন আসলে মনে করি ভালো হতে খারাপ হতে যাই করেন না কেন আপনার টাকা পয়সা লাগবে। তাই আমি বলব এই সব দার্শনিক কথাবার্তা বাদ দেন এসব কথা বলে কোন লাভ নাই টাকা ছাড়া জীবন অচল টাকা লাগবে টাকা চাই টাকা চাই টাকা চাই টাকা চাই।