বাহুবলীর পর নতুন হিত মুভি।

in sahrukh •  7 years ago 

এবছরে সলমান খানের'টিউবলাইট'-এর আলো যেমন দপদপ করে শেষে নিভে গিয়েছে, তেমনই মুখ থুবড়ে পড়ে শাহরুখের 'হ্যারি মেট সেজলও'। সেভাবে দাগ কাটতে পারে নি 'রইস'। ২০১৭ সালে বক্স অফিসে একমাত্র দাপট দেখিয়েছে 'বাহুবলী ২'। শাহরুখ বা সলমানের ছবিকে কষ্ট করে খুঁজে বার করতে হচ্ছে বাণিজ্যিক তালিকায়। এরকম এক পরিস্থিতিতে, বাহুবলীর পর বক্স অফিসে একটিমাত্র ছবি, তা হল 'জুড়ুয়া ২'।

শাহরুখ-সলমানের ছবি নয়, 'বাহুবলী'র পর জায়গা করে নিল এই একমাত্র বলিউড ফিল্ম
মুক্তির একমাসের মধ্যেই ১৩৭ কোটি ছাপিয়ে যায় বরুণ ধওয়ান 'জুড়ুয়া ২'। যার ফলে জানুয়ারি তে মুক্তি পাওয়া কিং খান শাহরুখের 'রইস'-কে অনায়াসে পেছনে ফেলে দেয় 'জুড়ুয়া ২'। শুধু তাই নয়, এক সময়ে সলমানেরই অভিনীত ছবি 'জুড়ুয়া'-র রিমেক; 'জুড়ুয়া ২' ছাপিয়ে যায় ২০১৭ সালে সল্লু মিঞার 'টিউবলাইটকে'ও। বলিউডের খানেদের ছবি বাদ দিলে, দ্বিতীয় যে তারকার নামটি সামনে আসে তিনি হলে অক্ষয় কুমার। অক্ষয়ের 'টয়লেট এক প্রেমকথাও' পিছিয়ে পড়েছে 'জুড়ুয়া ২'-এর সঙ্গে দৌড়ে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

wow

tnk uhhh

wow

joss

tnk uhhh