বিজ্ঞান উন্নত হচ্ছে দিন দিন মানুষের জীবন সহজ থেকে সহজতর হচ্ছে। কিন্তু এটা যে মানুষের জীবনকে শুধু সহজ করছে তা কিন্তু নয় মানুষের জীবনকে অনেক জটিল করে তুলছে।
যেমন ফেসবুকের কথাই ধরুন এই ফেসবুকের আল্লায় পড়ে মানুষের অনেক ভোগান্তি হচ্ছে। হ্যাঁ এটা ঠিক ফেসবুকের মাধ্যমে আমরা অনেক মানুষের সাথে যোগাযোগ করতে পারছি ফ্রিতে। অনেক ছোট বেলার বন্ধুদের সাথে পরিচয় হচ্ছে অনেক মানুষের সাথে ফ্রীতে কথা বলতে পারছি তারা কি করছে তা দেখতে পাচ্ছি পোস্টে লাইক কমেন্ট করতে পারছি।
কিন্তু এই ফেসবুকের মাধ্যমেই অনেক রকমের অপরাধ সংঘটিত হচ্ছে কারণে আমাদের জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে। যেমন আমার মনে হয় কালকার যুগে বিয়ে ভাঙ্গার প্রবণতা অনেকটা বেড়ে গেছে এর পেছনে ফেসবুকের একটা বড় ভূমিকা রয়েছে। ফেসবুকে অনেক ফেক অ্যাকাউন্ট খোলা হচ্ছে এবং তা দিয়ে মানুষকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। ধরুন আপনার নাম এবং আপনার ছবি দিয়ে একাউন্ট খুলে আপনার বন্ধুদের সাথে চ্যাট করছে হয়তো আপনি তা জানি না। হয়তো সে অনেক বড় কোনো অপরাধ সংঘটিত করে ফেলছে মানুষ ভাবছে এটা আপনি।
কিছুদিন আগে আমার এক ফ্রেন্ড যে কিনা ডলারের ব্যবসা করত তার ছবি দিয়ে একটি ফেক অ্যাকাউন্ট খোলা হয়। এবং সে বিভিন্ন লোককে পরে ডলার ব্যবসার নামে। অবশেষে মানুষজন ভুল বুঝতে থাকে পরে তারা বুঝতে পারে যে এটা আসলে আমার সেই প্রকৃত বন্ধু না।
বিজ্ঞানের উন্নতির কারণে অনেক লোক চাকরি হারাচ্ছে অনেক কাজ এখন কম্পিউটার অন্যান্য প্রযুক্তির মাধ্যমে তৈরি হয়ে যাচ্ছে। এতে প্রচুর লোকের কর্মসংস্থান হারাচ্ছে আবার এটাও ঠিক অনেক লোক নতুন করে তাদের জীবিকা নির্বাহ করতে পারছে।
তবে আমি মনে করি বিজ্ঞান আগাবে এটাই সবকিছুই আগাচ্ছে কিন্তু আমাদেরকে পরিকল্পিতভাবে আগাতে হবে প্রযুক্তি তুলে দেওয়ার আগে ভাবতে হবে তারা আসলে ও এটার জন্য উপযুক্ত কিনা
You just planted 0.12 tree(s)!
Thanks to @bayejid123
We have planted already 3573.07 trees
out of 1,000,000
Let's save and restore Abongphen Highland Forest
in Cameroonian village Kedjom-Keku!
Plant trees with @treeplanter and get paid for it!
My Steem Power = 39274.68
Thanks a lot!
@martin.mikes coordinator of @kedjom-keku
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit