দৈনন্দিন জীবনে আমরা অনেক উদ্ভট সমস্যার মুখোমুখি হয়। কিছু তথ্য ও কৌশল জানলে আমরা সহজেই এসব সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি। আবার কিছু সাধারণ তথ্য আছে যা আমরা জানিনা বলে প্রায় প্রতারিত হয়।
আজ আপনাদের জানাবো কিছু তথ্য ও কৌশলের কথা যেগুলো আপনাকে বিস্মিত করবে আর অনেক ক্ষেতে প্রতারণার হাত থেকে বাঁচিয়ে দেবে।
১। আপনি যদি আপনার হাতের আঙুলগুলো প্রসারিত করেন তাহলে বুড়ো আঙুল ও কুনে আঙুলের মধ্যে ৯০ ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তাই আপনি হাত দিয়েই ছবির মত করে কোণ পরিমাপ করে নিতে পারেন।
২। আপনি আপনার সমগ্র জীবনে প্রায় ১৬ টি খুনির সঙ্গে পরিচিত হবেন কিন্তু হয়ত জানতেও পারবেন না তারা খুনি।
৩। তাস ভাগ করে দেয়ার সময় প্রতিবারই পৃথিবীর প্রথম মানুষ হিসেবে আপনি এক একটি অনন্য সিরিজের তাসের অধিকারী হোন। বিশ্বাস না হলে মিলিয়ে দেখুন।
৪। আপনি ছবির মত হাতের উপরের ঢিবি থেকে বের করে ফেলতে পারবেন কোন মাসটি ৩১ দিনের। ছবির মত পর্যায়ক্রমে গণনা করলে যে মাসটি ঢিবির উপরে পড়বে সে মাস হবে ৩১ দিনে। আর ফেব্রুয়ারী বাদে বাকিগুলো ৩০ দিনে।
৫। ২ টি ৩০ সেন্টিমিটারের পিজ্জার চেয়ে একটি ৪৩ সেন্টিমিটারের পিজ্জা আকারে বড় হয়।
৬। মানুষের লালাতে অপিওরফিন নামে প্রাকৃতিক ব্যথানাশক থাকে যা মরফিনের চেয়ে ৬ গুণ বেশি কার্যকারী।
৭। আমদের মস্তিষ্ক কিছু কিছু রঙের মিশ্রণ কল্পনা করতে পারে না। যেমন আপনাকে যদি হলদে নীল রঙ কল্পনা করতে বলা হয় আপনি কল্পনা করবেন সবুজ রঙ। কিন্তু বাস্তবে এই রঙগুলো রয়েছে। চেষ্টা করে দেখুন।
৮। আপনার ফুসফুসে অক্সিজেন আছে, পেশীতে আছে কার্বন, হাড়ে ক্যালসিয়াম, রক্তে আয়রন এবং আপনার জন্ম হয়েছে এক মহাজাগতিক বিস্ফোরণে ছুটে বেরিয়া যাওয়া কোণ এক নক্ষত্রের ছাইয়ের(পৃথিবী) মধ্যে। কি নিজেকে ভিনগ্রহী মনে হচ্ছে না?
৯। আপনার বয়স ষাট হতে হতে আপনার প্রায় অর্ধেক স্বাদ নেয়ার ক্ষমতা হারিয়ে যাবে এবং নোনতা,তিতা,মিষ্টি স্বাদের মধ্যে পার্থক্য করতে পারবেন না।
১০। ঘুমের মধ্যে আপনার ঘ্রাণ শক্তি কাজ করে না।
১১। গর্ভধারণের সময় যদি মায়ের কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় তবে শিশু ভ্রূণ নিজের স্টেম কোষ পাঠিয়ে তা সারানোর চেষ্টা করে।
১২। প্রতেকদিন আপনার মস্তিষ্ক যে পরিমাণ শক্তি উৎপন্ন করে তা থেকে ১০ ওয়াটের একটি বাল্ব জ্বালানো সম্ভব আর আপনার হৃৎপিণ্ড দ্বারা উৎপন্ন শক্তি দিয়ে ১৯ মাইল ট্রাক চালান সম্ভব।
১৩। ট্র্যাফিক সিগনাল লাইটগুলোর আকার সম্পর্কে আপনার ধারনা ভুল। মিলিয়ে দেখবেন এগুলো প্রায় আপনার উচ্চতার দুই-তৃতীয়াংশ।
১৪। প্রত্যেক বছর প্রায় আপনার দেহের ৯৮ % শতাংশ বদলে যায়। তারমানে প্রতি বছর আপনি নতুন মানুষ হয়ে উঠেন।
১৫। অক্সিজেন আপনার জন্য অপরিহার্য হলেও এটা আপনাকে বার্ধক্যের দিকে এগিয়ে নিয়ে যায়।
১৬। আপনার বামপাশে বসে থাকা নিকটতম ব্যাক্তিটি আপনার ডানপাশের সর্বাধিক দূরে।
১৭। আপনার বয়স আসলে আপনার সূর্যকে প্রদক্ষিণের সংখ্যামাত্র।
১৮। বিজ্ঞানীদের মতে একটি সাধারণ মেঘ খণ্ডের ওজন প্রায় ১০০ টি হাতির সমান আর একটি ঝড়ের সমগ্র মেঘের ওজন প্রায় ২০০,০০০ টি হাতির ওজনের সমান।
১৯। সমাজবিজ্ঞানীদের মতে আপনার তুলনায় আপনার বন্ধুর বন্ধুদের সংখ্যা বেশি হয়ে থাকে।
২০। যারা ১৯৯০ সালে জন্মগ্রহণ করেছে তারা একই সাথে দুটি দশক, দুটি শতক ও দুটি সহস্রাব্দি পেয়েছে।