"নীল সমুদ্রের পাড়ে "
সূর্য দিগন্তে নিচু হয়ে মেসের আড়ালে ঢেকে নীল সমুদ্র সৈকতে ধূসর আভা ছড়ায়। ঢেউ গুলো যেন আলতো করে তীরে আছড়ে পড়ে, তাদের ছন্দময় গর্জন মিশে যায় মৃদু শন শন বাতাসের সাথে। সমুদ্রের পানির লবণের ঘ্রান মনকে মাতিয়ে তোলে।
একটি ছোট মেয়ে খালি পায়ে সৈকতের ধারে দাঁড়িয়ে তার পায়ের আঙ্গুলের মধ্যে শীতল বালির শীতলতা অনুভব করছে। মেয়েটি বালি নিয়ে খেলছিলো। তার সামনে নীলের অবিরাম প্রসারিত সমুদ্র যেন ওর সাথে কথা বলতে চাচ্ছে। মেয়েটিও যেন ইশারায় কথা বলে যাচ্ছে ওর চিরচেনা অসীম ওই সমুদ্রের সাথে।
একটু পরে মেয়েটি উঠে দাঁড়ালো। ওর পাশে একটি ছোট ব্যাগ ছিল। ব্যাগের মধ্যে কিসের যেন ঝনঝন শব্দ হচ্ছে। ব্যাগটি মেয়েটি তার কাধে নিলো। এবার নিচু হয়ে কয়েকটি ঝিনুক কুড়িয়ে ব্যাগ এর মধ্যে রাখলো। ও আচ্ছা, মেয়েটির ব্যাগে তাহলে ঝিনুক। একটু পরে বেশ কিছু ঝিনুক করিয়ে নিয়ে, ব্যাগটি ভরিয়ে মেয়েটি চললো বাজারের দিকে। ওগুলো হয়ত বিক্রি করবে বা ওগুলো দিয়ে মালা বানিয়ে বেচবে। সেই টাকা দিয়ে চালাবে নিজের ছোট্ট পৃথিবী টা।