আত্মবিশ্বাস

in selfconfidence •  7 years ago 

আপনি যদি জিবনে বড় হতে চান তাহলে আত্মবিশ্বাস অবশ্যই থাকতে হবে। আত্মবিশ্বাস  ছাড়া আপনি কখনও বড় হতে পারবেন না। আত্মবিশ্বাস  আপনার কাজ করতে মনোবল সৃষ্টি করে। কাজের উপর উদ্দীপনা সৃষ্টি করে। আপনার মনোবল সৃষ্টি হওয়ার কারনে আপনার কাজটি সহজ হইয়া যাই এবং কাজটি সহজ হইয়া যাই। আপনি যে কাজই করেন না কেন আগে আপনার মনোবল তৈরি করে নিতে হবে। এই মনোবল সবার মাঝে থাকে না। আপনার আশপাশের মানুষ গুলোই এই মনোবল সৃষ্টি কারি । এই মনোবল এর কারনে আপনার কাজ ৫০% সমাধান হইয়া যাই। 

image source

কিন্তু আপনার আশপাশের মানুষ গুলো যদি আত্মবিশ্বাস  না যোগাতে পারে তাহলে আপনি কাজের উপর অমনোযোগী হইয়া যাবেন। এজন্য আপনি সবসময় চেষ্টা করবেন আত্মবিশ্বাস যোগাতে পারে কাজের উপর উদ্দীপনা সৃষ্টই করতে পারে এমন মানুষে সাথে চলাফেরা করা । 

বড় বড় মনিষীদের জীবন লক্ষ করলে দেখা যাই তাদের মূলে ছিল আত্মবিশ্বাস  । তারা কখনও পথ হারাইনি । তাদের লক্ষ অর্জন করতেই হবে এমন আত্মবিশ্বাস  নিয়া তারা কাজে লেগে পড়ত। তারা জিবনে উন্নতি করতে গিয়া পদে পদে ক্ষতি গ্রস্ত হইয়াছেন তার পরও আত্মবিশ্বাস হারাইনি। তাদের কঠোর প্ররিশ্রম এবং আত্মবিশ্বাস  এর কারনে তারা জিবনে উন্নতি করেছেন । অনেকে আছে তাদের জীবন কে লক্ষ করে জীবন পরিচালিত করছেন। এমন মানুষ অনেক খুজে পাওয়া যাবে। আমার মতে এইসকল মানুষের জীবনকে লক্ষ করে চললে আপনিও জিবনে অনেক বড় হতে পারেন। 

image source

আপনি যাই বলুন না কেন আত্মবিশ্বাস ছাড়া জিবনে কোন কিছু করা সম্ভব নাই। সুতরাং নিজের ভিতরে আত্মবিশ্বাস গড়েতুলুন । তাহলে জিবনে অনেক বড় কিছু করতে পারবেন। 

সবাইকে অনেক ধন্যবাদ।  

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

খুব ভালো পোস্ট দিয়েছেন , আশা করি আপনার পোস্ট পরে অন্যেরা উপকৃত হবেন

অনেক ধন্যবাদ আপনাকে ।

যেকোনো কাজে সাফল্য পেতে হলে আত্মবিশ্বাসী হওয়াটা বেশি জরুরি। আত্নবিশ্বাস এমন একটি অদৃশ্য শক্তি যা আপনাকে সাফল্যের চূড়ায় নিয়ে যেতে পারে। আত্মবিশ্বাসহীনতা আপনার মাঝে ভয় তৈরি করে আপনাকে ব্যর্থতার দিকে ধাবিত করে। সব সময় কোন কাজে আত্নবিশ্বাস ধরে রাখাটা বেশ কষ্টসাধ্যও বটে।

আপনার সুন্দর কমেন্টের জন্য অনেক ধন্যবাদ

Hato a beautiful sunset! You're wonderful to post this!

This post has received a 27.54 % upvote from @booster thanks to: @chuadanga.

vi ame new id kulsi amak help koran please .

ইমন ভাই এভাবে হেল্প চাইলে পাবেন না আপনি @steemitbd একাউন্টের ডিস্কর্ডে যোগাযোগ করুন

Nice topic nice post bro i have upvote and comment on ur post so now your do the same for me also
https://steemit.com/drone/@asadpannu/laytest-face-mask