লাইলাতুল কদরের নামাজ কিভাবে পড়তে হবে বা কিভাবে পড়বো? , শবে কদর নামাজের নিয়ম ও নিয়ত: লাইলাতুল কদরের ফজিলত লাভের জন্য রমজানের শেষ দশকে বিশেষ করে বেজোড় যেমন ২১/২৩/২৫/২৭/২৯ রাতে কিয়ামুল লাইল বা রাতের নফল সালাত বা নামাজ আদায় করা।
সহিহ হাদিস থেকে কিয়ামুল লাইল বা রাতের সালাত আদায়ের মোট ছয়টি পদ্ধতি পাওয়া যায়। তার যে কোনটির একটা অবলম্বন করা বৈধ। আপনি শবে কদরে যে কোন একটি পদ্ধতি অবলম্বন করতে পারেন। পদ্ধতিসমূহ আলোচনা করা হলোঃ
https://www.islamicinfoblog.com/2023/03/The-rules-of-Shab-Qadr-prayer.html