গতকাল মা: কালকে শান্তিপুরের রাস, না মাংস রান্না?
আমি: মাংস রান্না।
গতকাল এমনিতেও দেখেছি বিভিন্ন নিউজ মিডিয়া ক্লিপিংস, তাছাড়াও অন্যান্য ভিডিওতে। কোভিড বিধি মানার নামে বাঁশ দিয়ে ঘিরে লাইন দিয়ে মাস্ক, স্যানিটাইজার, কভারিং ছাড়া নাটক চলছে #শান্তিপুরে। শান্তিপুরের লোকজন অভিয়াসলি মাস্ক, স্যানিটাইজার ছেড়ে একটা অসম্পূর্ণ অসমাপ্ত ভ্যাক্সিন নিয়ে নিজেদের ইনভিনসিবল ভাবছে, দৈবিক শক্তিতে নিজেদের অমর ভাবছে। যেখানে বিশেষজ্ঞরা পর্যন্ত বলছে, ভ্যাক্সিন নিলে করোনা হবেনা তার কোন মানে নেই, তাছাড়া এই ভ্যাক্সিনগুলোর সুরক্ষা বড়জোর ১-২ বছরের বেশী নয়..সেখানে তাদের তৈরী ভ্যাক্সিন নিয়েই তাদেরই পরামর্শ অগ্রাহ্য করা! 😆 জানিনা শেষ পর্যন্ত কি করব আমি, But It simply isn't worth it! #Coronavirus
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!