করোনা ভাইরাস কিভাবে ছড়ায়...
১.আক্রান্ত ব্যক্তির হাঁচি/কাশি/কফ/সর্দি/থুথুর মাধ্যমে।
২. আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে একজন থেকে আরেকজনে।
৩.ভাইরাস আছে এমন কিছু ধরে হাত না ধুয়ে মুখ,নাক বা চোখে লাগালে।
রোগের লক্ষন...
জ্বর, কাশি,গলা ব্যথা, শ্বাসকষ্ট।
করোনা ভাইরাস প্রতিরোধ....
১. বাইরে থেকে এসে সাবান,পানি দিয়ে হাত কমপক্ষে ২০ সেকেন্ড ধরে পরিস্কার করুন।
২. হাঁচি-কাশি দেওয়ার সময় টিস্যু দিয়ে বা বাহুর ভাঁজে নাক মুখ ঢেকে রাখুন,ব্যবহৃত টিস্যু ঢাকনাযুক্ত বিনে ফেলে দিন।
৩. যতদূর সম্ভব চোখে-মুখে-নাকে হাত দিয়ে স্পর্শ করা থেকে বিরত থাকুন।
৪. আপনার যদি জ্বর/কাশি/শ্বাসকষ্ট থাকে, তবে সুস্থ ব্যক্তিদের কাছ থেকে দূরে
থাকুন।
৫. জরুরি প্রয়োজন ছাড়া করোনা প্রাদুর্ভাব চলছে এমন দেশে ভ্রমন এড়িয়ে চলুন।
৬. করোনা আক্রান্ত কোন ব্যক্তির সংস্পর্শে এসে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হোন।
HIVE IS ALIVE!!!
JOIN US, YOU'LL HAVE EXACTLY THE SAME BALANCE AS YOU HAVE HERE ON STEEM WITHOUT THE CENTRALIZATION AND CENSORSHIP!!
https://hive.blog
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit