মেয়েটি ভুল করে ছেলেটির আইডি'তে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়েছিলো,
আজ মেয়েটি ছেলেটার জন্য প্রতিরাতে বালিশ ভেজায়!
.
ভুল হয়তো ছিলো,
তাই বলে ছেড়ে চলে যেতে হবে?
.
তোমাকে বুঝতে ভুল করিনি,
চিনতে ভুল করেছি!
.
মাদাম দ্য সত্মায়েল বলেছিলেন-
"প্রেম যা পুরুষের জীবনে একটা অনুকাহিনী মাত্র, আর নারীর জীবনে তা সমগ্র ইতিহাস!"
.
মেয়েরা অভিনয় করে।
অনেক ভালো অভিনয় করে।
কষ্টগুলোকে চেপে রেখে মিথ্যে হাসির অভিনয় করে!
.
সুনীল গঙ্গোপাধ্যায় বলেছিলেন-
"পুরুষ মানুষের ভালোবাসা হতেও যতক্ষণ, যেতেও ততক্ষণ!"
.
ছেলেদের জীবনে অনেক মেয়েকে ভালোলাগে, কিন্তু ভালোবাসা কখনো অনেক মেয়েকে ঘিড়ে হয়না!
.
শিশু এবং নারী,
এই দুই শ্রেণী নিজ স্বার্থ সম্পর্কে স্বজাগ!
.
ছোট ছোট ভুলেই দীর্ঘ সময়ের সম্পর্কগুলো নষ্ট করে দেয়।
হুমায়ূন আহমেদ বলেছিলেন-
"পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্ক সেটাই, যেখানে একটা মিষ্টি হাসির সাথে ছোট্ট একটা শব্দ "স্যরি" বললে সব ভুল ভেঙে আগের মতো হয়ে যায়।"
.
কিন্তু দুর্ভাগ্য!
শুধু আমাদের জীবনেই স্যরি বলার কোন মূল্য নেই!
.
একটা কেন, হাজারটা স্যরি বললেও কাজ হয়না!
.
সেখান থেকেই শুরু হয় সন্দেহের, অবিশ্বাসের!
.
কোথায় যেন পড়েছিলাম-
"হাতের নখ বড় হলে যেমন নখ কাটতে হয়।
নিজের আঙুল নয়।
ঠিক তেমনি সম্পর্কের মাঝে ভুল হলে ভুল ভাঙতে হয়, সম্পর্ক নয়!"
.
একটা সম্পর্কে যখন অবিশ্বাস ঢুকে পড়ে তখন সেই সম্পর্কটা টিকিয়ে রাখা প্রায় অসম্ভব হয়ে পরে।
.
বিশ্বাস আর কাঁচের গ্লাস দু'টাই এক।
একবার ভাঙলে আর জোড়া নেয়না!
.
অপ্রিয় সত্যের চেয়ে মিথ্যা অনেক ভালো!
.
জে এ ক্রাডিও বলেছিলেন-
"যে নিজে জানে না সে অন্যে জানে সেটাও বিশ্বাস করেনা।"
.
ভালোবাসার মধ্যে রাগ অভিমান থাকবেই।
.
অভিমান করে দূরে চলে গেলে ভালোবাসা হয়না,
বরং পাশে থেকে অভিমান ভাঙানোতেই ভালোবাসা প্রকাশ পায়!
.
নজরুল বলেছিলেন-
"যাকে সত্যিকার ভালোবাসা যায়, সে অতি আঘাত অপমান করলে এবং হাজার ব্যথা দিলেও তাকে ভুলা যায়না!
.
রাগ,অভিমান, বিশ্বাস, সন্দেহ সবকিছু নিয়েই এক একটা সম্পর্ক।
সম্পর্কটি টিকিয়ে রাখতে সবকিছুই প্রয়োজন।
শুধু খেয়াল রাখবেন কোনটির পরিমান যেন বেশি হয়ে না যায়!
.
.
লিখা: Sourav Hasan
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!