কিছু না বলা কথা - ভুল মানুষ কে ভালবাসা !!!!

in short •  7 years ago 

মেয়েটি ভুল করে ছেলেটির আইডি'তে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়েছিলো,
আজ মেয়েটি ছেলেটার জন্য প্রতিরাতে বালিশ ভেজায়!
.
ভুল হয়তো ছিলো,
তাই বলে ছেড়ে চলে যেতে হবে?
.
তোমাকে বুঝতে ভুল করিনি,
চিনতে ভুল করেছি!
.
মাদাম দ্য সত্মায়েল বলেছিলেন-
"প্রেম যা পুরুষের জীবনে একটা অনুকাহিনী মাত্র, আর নারীর জীবনে তা সমগ্র ইতিহাস!"
.
মেয়েরা অভিনয় করে।
অনেক ভালো অভিনয় করে।
কষ্টগুলোকে চেপে রেখে মিথ্যে হাসির অভিনয় করে!
.
সুনীল গঙ্গোপাধ্যায় বলেছিলেন-
"পুরুষ মানুষের ভালোবাসা হতেও যতক্ষণ, যেতেও ততক্ষণ!"
.
ছেলেদের জীবনে অনেক মেয়েকে ভালোলাগে, কিন্তু ভালোবাসা কখনো অনেক মেয়েকে ঘিড়ে হয়না!
.
শিশু এবং নারী,
এই দুই শ্রেণী নিজ স্বার্থ সম্পর্কে স্বজাগ!
.
ছোট ছোট ভুলেই দীর্ঘ সময়ের সম্পর্কগুলো নষ্ট করে দেয়।
হুমায়ূন আহমেদ বলেছিলেন-
"পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্ক সেটাই, যেখানে একটা মিষ্টি হাসির সাথে ছোট্ট একটা শব্দ "স্যরি" বললে সব ভুল ভেঙে আগের মতো হয়ে যায়।"
.
কিন্তু দুর্ভাগ্য!
শুধু আমাদের জীবনেই স্যরি বলার কোন মূল্য নেই!
.
একটা কেন, হাজারটা স্যরি বললেও কাজ হয়না!
.
সেখান থেকেই শুরু হয় সন্দেহের, অবিশ্বাসের!
.
কোথায় যেন পড়েছিলাম-
"হাতের নখ বড় হলে যেমন নখ কাটতে হয়।
নিজের আঙুল নয়।
ঠিক তেমনি সম্পর্কের মাঝে ভুল হলে ভুল ভাঙতে হয়, সম্পর্ক নয়!"
.
একটা সম্পর্কে যখন অবিশ্বাস ঢুকে পড়ে তখন সেই সম্পর্কটা টিকিয়ে রাখা প্রায় অসম্ভব হয়ে পরে।
.
বিশ্বাস আর কাঁচের গ্লাস দু'টাই এক।
একবার ভাঙলে আর জোড়া নেয়না!
.
অপ্রিয় সত্যের চেয়ে মিথ্যা অনেক ভালো!
.
জে এ ক্রাডিও বলেছিলেন-
"যে নিজে জানে না সে অন্যে জানে সেটাও বিশ্বাস করেনা।"
.
ভালোবাসার মধ্যে রাগ অভিমান থাকবেই।
.
অভিমান করে দূরে চলে গেলে ভালোবাসা হয়না,
বরং পাশে থেকে অভিমান ভাঙানোতেই ভালোবাসা প্রকাশ পায়!
.
নজরুল বলেছিলেন-
"যাকে সত্যিকার ভালোবাসা যায়, সে অতি আঘাত অপমান করলে এবং হাজার ব্যথা দিলেও তাকে ভুলা যায়না!
.
রাগ,অভিমান, বিশ্বাস, সন্দেহ সবকিছু নিয়েই এক একটা সম্পর্ক।
সম্পর্কটি টিকিয়ে রাখতে সবকিছুই প্রয়োজন।
শুধু খেয়াল রাখবেন কোনটির পরিমান যেন বেশি হয়ে না যায়!
.
.
লিখা: Sourav Hasan

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!