সকাল সকাল ঘুম থেকে উঠে যেসব করা উচিত

in skill-development •  6 years ago 

হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই ? আসা করি সবাই ভালো আছো। আমরা বাঙ্গালি জাতি খুব আরাম প্রিয়। আর তাই সকাল সকাল ঘুম থেকে উঠার কথা সুনলেই জেনো আমাদের মাথা গরম হয়ে যায়। কিন্তু আমরা যদি এর উপকারিতা সম্পর্কে জানতে পারি তাহলে হয়তো আমাদের মধ্য থেকে অনেক ভুল ধারণাই দূর হবে এবং আমাদের কার্যদক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে। তাহলে আসুন জেনে নেওয়া যাক সকাল সকাল ঘুম থেকে উঠার কিছু উপকারিতা।

source
আপনি যদি সকাল থেকেই আপনার সারাদিনের কাজের একটি ছোট্ট বিবরনি লিখে ফেলেন তাহলে দেখবেন খুব সহজেই সেসব কাজ আপনি সম্পন্ন করে ফেলেছেন।এতে আপনার কাজের কথা ভুলে যাওয়া থেকে বিরত রাখবে। আমরা অনেক ব্যস্ত থাকার কারনে অনেক জরুরী কাজের কথা ভুলে যাই জার ফলে নানা বিপদে পরতে হয় মাঝে মাঝে, কিন্তু সকাল বেলা আপনি যদি আপনার সারাদিনের কাজের একটি টু-ডু লিস্ট করে ফেলান তাহলে নিশ্চিন্ত থাকতে পারবেন। তাই প্রতিদিন সকাল বেলা উঠি আপনার দৈনন্দিন কাজের তালিকা করে ফেলুন।


source

আমাদের আশেপাশে এমন অনেকেই রয়েছে যারা নিজের মধ্যে মৃত । এ মৃত্যু হচ্ছে তাদের স্বপ্নের মৃত্যু । তারা তাদের পরিবারের প্রয়োজনের তাগিদে নানা সময় তাদের নিজের স্বপ্ন ত্যাগ করে দেয়। তাই সকাল বেলা ঘুম থেকে উঠলে তোমার মস্তিষ্ক আরো দ্রুত কাজ করতে পারবে। তাই এটিই সঠিক সময় নিজের স্বপ্ন নিয়ে চিন্তাভাবনা করার। তাই অন্যদের মতো স্বপ্নের মৃত্যু না ঘটিয়ে নিজের স্বপ্ন পূরণে এক ধাপ এগিয়ে থাকো।


source

আপনি যদি সুস্থ থাকতে চান এবং ব্যায়াম কোন সময় করবেন তা বুঝে উঠতে না পারেন তাহলে ভোর সকাল বেলা আপনার জন্য উপযুক্ত সময়। আমরা সবাই ই জানি স্বাস্থ্যই সকল সুখের মূলত তাই স্বাস্থ্যের প্রতি লক্ষ্য করা আমাদের সকলেরই উচিত। সকাল বেলা হাটাহাটি করা বা সাধারন ব্যায়াম আপনাকে আপনার দৈনন্দিন নানা দুশ্চিন্তা থেকে মুক্তি দিবে এবং সুস্থ থাকতে সহায়তা করবে।


আশাকরি আজকের আলোচনা আপনাদের কাছে ভালো লেগেছে, পোস্টটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

upvote1.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Hello, very good content, I liked it a lot, I gave you a vote in favor, I hope you follow me and give me votes in favor too, kisses

You got a 64.00% upvote from @bdvoter courtesy of @rishan!

Delegate Your SP to us at @bdvoter and earn daily 100% profit share for your Delegation & Reward will be Distributed Automatically Daily.

500 SP, 1000 SP, 2500 SP, 5000 SP, 10000 SP.

If you are from Bangladesh and looking for community support, Join Steemit Bangladesh Discord Server & If you want to support our service, please set your witness proxy to Steemit Bangladesh.

ভাই ব্যয়াম করাটাই তো কষ্টের কাজ।