জীবনকে আরো চাঞ্চল্যময় করে গড়ে তোলার জন্য কিছু পদক্ষেপ - ২

in skill •  6 years ago  (edited)

জীবনকে আরো চাঞ্চল্যময় করে গড়ে তোলার জন্য কিছু পদক্ষেপ এর আগের অংশে আমরা দুটি পদক্ষেপ নিয়ে আলোচনা করেছি । বাকি পদক্ষেপ গুলো নিয়ে আমি এই পোস্টে আলোচনা করবো ।

ব্যাতিক্রমি চিন্তাভাবনাঃ


Source

একজন সাধারন মানুষ ও একজন জ্ঞ্যানি মানুষের চিন্তা ধারনার পার্থক্য প্রকাশ পায় তাদের চিন্তাধারনার মধ্য দিয়ে । কোন একটি সমস্যা সমাধানের জন্য পাঁচজন যেই উপায় অবলম্বন করবে আপনি যদি সেই একই উপায় অবলম্বন না করে অন্য উপায়ে সমস্যাটি দ্রুত সমাধান করতে পারেন তাহলে সবাই আপনার চিন্তা ধারনার মুল্যায়ন করবে । তাই সর্বদা সমস্যা সমাধান এর জন্য একটু ব্যাতিক্রম ভাবে চিন্তা করুন । হয়তো অনেকবার ব্যর্থ হতে হবে তাও হতাশা না হয় চেস্টা করতে থাকুন সফলতা আসবেই ।


বিভিন্ন ধরনের ব্লগ বা শিক্ষামুলক ভিডিও দেখাঃ


আমরা সকলেই জানি জ্ঞ্যানের কোন সীমাবদ্ধ নেই। আমরা সবাই অবসর সময়ে বিভিন্ন ধরনের মুভি বা টিভি শো দেখে কাটিয়ে দেই। অনেকে পুরাতন দেখা শো বারবার দেখি, এভাবেই অবসর সময় পার করি। এটা করা কি ঠিক হচ্ছে ? আমার মতে এটা করা একদম ঠিক না । এখনকার ডিজিটাল যুগে এমন কিছু নেই যা ইন্টারনেটে পাওয়া যায় না। আপনি আপনার ঘরে বসেই অবসর সময়কে স্কিল শেখার পিছনে ব্যয় করতে পারেন। বহুল প্রচলিত অনেক শিক্ষামুলক ব্লগ রয়েছে যেখানে নানা ধরনের স্কিল যেমনঃ হ্যান্ডিক্রাফট , প্রোগ্রামিং , ফ্রিল্যান্সিং , জাভা কোডিং সহ নানা ধরনের স্কিলের ট্রেনিং ভিডিও সিরিজ পাওয়া যায়। আপনি সেসব দেখে অল্প অল্প করে স্কিল্টি আয়ত্ত করতে পারেন ।
91v6WNI.png

@bdcommunity is an initiative on the steem blockchain trying to help all Bangladeshi standard authors and share their work and knowledge, to improve their skills. We curate grade contents to encourage hard-work and support originality. We are also arranging contest among Bangladeshi steemians and rewarding selected quality work. We also feature important updates from Steem Inc. and witnesses.
We believe an organized and effective communication within the community can determine the success. So we build up the communication on our Discord server and happy to show off our various features of the bot. On there you just need to pass command for check out your account information, balance, market rate and also you can exchange coin, buy upvote, transfer balance through the registration of bdexchange.

JOIN US ON

50-50_test2.png 50-50_test1.png

Hopefully, our community program will make a significant contribution!
Love from Bangladesh!!

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Very good writing bro

Posted using Partiko iOS

You got a 51.09% upvote from @upmewhale courtesy of @rishan!

Earn 100% earning payout by delegating SP to @upmewhale. Visit http://www.upmewhale.com for details!

You got a 25.74% upvote from @booster courtesy of @rishan!

NEW FEATURE:

You can earn a passive income from our service by delegating your stake in SteemPower to @booster. We'll be sharing 100% Liquid tokens automatically between all our delegators every time a wallet has accumulated 1K STEEM or SBD.
Quick Delegation: 1000| 2500 | 5000 | 10000 | 20000 | 50000

This post has received a 26.57 % upvote from @boomerang.