বছরজুড়ে বিশ্বব্যাপী প্রযুক্তি খাতের কোনগুলো নিয়ে গুগলে বেশি সার্চ করা হয়েছে?

in smartphone •  7 years ago 

বছরজুড়ে বিশ্বব্যাপী প্রযুক্তি খাতের ভোক্তাপণ্যের মধ্যে কোনগুলো নিয়ে গুগলে বেশি সার্চ করা হয়েছে?Iphone 8 Razu Ahmed.jpgএ নিয়ে সেরা ১০-এর তালিকা প্রকাশ করেছে ওয়েব জায়ান্ট প্রতিষ্ঠানটি। এক নজরে দেখে নেওয়া যাক ডিভাইসগুলো-
1 নোকিয়া ৬-- মোবাইল ফোনে ‘নোকিয়া’ ব্র্যান্ডনাম ব্যবহারের স্বত্তাধিকার পাওয়ার পর বছরের শুরুতে নিজেদের প্রথম স্মার্টফোন নোকিয়া ৬ উন্মোচন করে এইচএমডি। - রয়টার্স
2 আইফোন ৮-- ১২ সেপ্টেম্বর নতুন অ্যাপল কার্যালয়ের স্টিভ জবস থিয়েটারে অ্যাপল ইভেন্টে আইফোন ৮ ও ৮ প্লাস উন্মোচন করা হয়। - রয়টার্স
3 আইফোন X-- আইফোন ৮ উন্মোচনের পরপরই একই মঞ্চে আনা হয় আইফোন X, এর উচ্চারণ ‘আইফোন টেন’ বলেও জানানো হয়। আইফোনের ১০ বছর পূর্তি উপলক্ষ্যে আনা এই আইফোনে আনা হয় ‘ফেইস আইডি’ ব্যবস্থা। - রয়টার্স
4 নিনটেনডো সুইচ-- চলতি বছর মার্চের শুরুতে সুইচ কনসোলটি উন্মোচনের পর থেকেই বিক্রির রেকর্ড গড়ে চলেছে গেইমিং প্রতিষ্ঠান নিনটেনডো। - রয়টার্স
5 স্যামসাং গ্যালাক্সি এস৮-- চলতি বছর মার্চে এই স্মার্টফোন উন্মোচন করে দক্ষিণ কোরীয় ইলেকট্রনিক জায়ান্ট স্যামসাং। এই স্মার্টফোনে রাখা হয়নি কোনো হোম বাটন, যোগ করা হয়েছে নতুন এক ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। - রয়টার্স
6 এক্সবক্স ওয়ান-- চলতি বছর জুনে এক্সবক্স ওয়ান-এর নতুন সংস্করণ উন্মোচন করে মাইক্রোসফট। নতুন কনসোলটির নাম দেওয়া হয় এক্সবক্স ওয়ান এক্স।- রয়টার্স
7 নোকিয়া ৩৩১০-- ফেব্রুয়ারিতে নতুন রূপে উন্মোচিত হয় ২০০০ সালের সর্বাধিক বিক্রিত ফোন নোকিয়া ৩৩১০। - রয়টার্স
8 রেজর ফোন-- গেইমিং প্রতিষ্ঠান রেজর নভেম্বরেই এই অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোন বাজারে আনে। এই স্মার্টফোনটি মূলত গেইমারদের কথা মাথায় রেখে বানানো হয়।- রেজর
9 অপ্পো এফ৫-- ২০১৭ সালের অক্টোবরে অপ্পো এফ৫ স্মার্টফোন উন্মোচন করে স্মার্টফোন নির্মাতা চীনা প্রতিষ্ঠান অপ্পো। - অপ্পো
10 ওয়ানপ্লাস ৫-- চলতি বছর জুনে ওয়ানপ্লাস ৫ স্মার্টফোনটি উন্মোচন করা হয়। এ বছরেই নভেম্বরে এই স্মার্টফোনের নতুন সংস্করণ ৫টি আনা হয়।- ওয়ানপ্লাস

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Ok Plz Follow and Upvote back.