বিশ্বের সবচেয়ে ভয়ংকর বিষাক্ত ৫টি সাপ - Top 5 Most Dangerus Poisonus Snake in the World

in snake •  4 years ago 

সাপ দেখলে ভয় পান না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া খুবই মুশকিল, তবে এটা সত্য যে সাপের মত কোন কিছু দেখলেই আমরা অনেকেই ভয়ে মূর্ছা যাই। বিশেষজ্ঞরা বলে থাকেন পৃথিবীর প্রায় 80 ভাগ সাপ নির্বিষ। কিন্তু অবাক করা বিষয় হল বাকী যে ২০ ভাগ সাপ আছে এর মধ্যে এমন কিছু বিষাক্ত সাপ রয়েছে যে গুলো মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে মৃত্যু ঘটাতে পারে।
বিস্তারিত জানতে: https://bit.ly/2QHXcIB

এই সাপের এক কামড়ে যতটুকু বিষ বের হয় তা দিয়ে প্রায় 1000 পূর্ণবয়স্ক মানুষের মৃত্যু নিশ্চিত করা সম্ভব, কিন্তু এই সাপটি খুবই শান্ত ও লাজুক প্রকৃতির। বিশেষ করে জেলেদের মাছ ধরার জালের ভিতর খুব বেশী ধরা পড়ে
এই সাপ। তবে এই Belchors Sea Snake সামুদ্রিক সাপ হলেও এরা বেশীভাগ সময় স্থলে থাকে।অবাক করা বিষয় হল এরা পানির নিচে ৭০-৭৮ ঘন্টার ও বেশী সময় থাকতে পারে। আর এই দীর্ঘ সময় ধরে এরা শিকার ধরে আর বিশ্রাম নেয়।অস্ট্রেলিয়ার উত্তর উপকূল এবং দক্ষিণ এশিয়ার উপকূলের সাগরের জলে এদের বেশী দেখা যায়।

Belchors Sea Snake আর Inland Tipan এর মত Blue Krait। আমাদের দক্ষিন এশিয়াতে পাওয়া যায় এই সাপ। তবে এই সাপ এই সাপ ইন্দোনেশিয়াতে খুব বেশী দেখা যায়।শুধু তািই নয় এরা স্ব জাতি ভক্ষক।স্বভাবত এরা অন্য সাপ স্বীকার করে এরা বেঁচে থাকে। আশ্চার্য জনক বিষয় হল Blue Krait অন্ধকারে আক্রমণ করতে বেশী পছন্দ করে। এদের কামড়ে যে বিষ নির্গত করে ৯০ জন পূর্ন বয়স্ক মানুষ মেরে ফেলতে সক্ষম।

বিষের জন্য তো বটেই, খ্যাপাটে স্বভাবের কারনে এরা বিখ্যাত। কেউ যদি একবার এই Black Mamba-র পাল্লায় পরে, কামড় না খেয়ে ফিরে আসার সম্ভাবনা খুবই কম। এই সাপ যাদের উপর ক্ষেপে যায় তাদের কে পঙ্খীরাজের মত তাড়া করে কামড় দেয়। আফ্রিকার প্রায় সব দেশে এদের দেখা মেলে। শিকার কে প্রায় ২০ কি.মি/ঘন্টা বেগে তাড়া করার ক্ষমতা রাখে Black Mamba। এদের প্রতিটি কামড়ে ১০০-১২০ গ্রাম বিষ বের হয়, যা ১৫-২০ জন প্রপ্ত বয়স্ক মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট। Black Mamba কামড়ের ১৫-২০ এর মধ্যে মৃত্যু হয়।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!