আপনি জানেন কি মানুষ ছাড়া কোন প্রানি আত্মহত্যা করে"!!!

in socied •  7 years ago 

পৃথিবীতে মানুষই একমাত্র প্রানি নয় যে আত্ম হত্যা করে ৷ এক দরনের প্রানি আছে যারা দলবেধে আত্মহত্যা করে ৷ প্রানিটির নাম লেমিং ৷ নিচে লেমিং এর ছবিটি দিয়ে দিলাম-

image-15750.jpg

শুনে হয়তো অবাক হয়েছেন তাইনা"! ঘটনা কিন্তু সত্য ৷ এদের আত্মহত্যার কারণ অনুসন্ধান করতে গিয়ে গবেষকরা জেনেছেন, যখনই লেমিং জগতে হঠাৎ করে খাবারের অভাব দেখা দেয় বা বসবাসের জায়গা পছন্দ হয় না অথবা এদের সংখ্যা অস্বাভাবিক হারে বেড়ে যায়, তখন নিজেদের ভারসাম্য বজায় রাখতে এরা দলবেঁধে আত্মহত্যা করে। তবে সব লেমিংই কিন্তু আত্মহত্যা করতে যায় না। কেবল যে পরিমাণে আত্মহত্যা করলে বাসস্থানের অভাব দূর হবে বা খাবারের ঘাটতি পড়বে না, কেবল সেই পরিমাণ লেমিং আত্মহত্যা করতে যায়। কারা আত্মহত্যা করবে সে বিষয়টিও তারা সুন্দরভাবে সিদ্ধান্ত নেয়। প্রথমে মরতে রাজি হয় বয়স্করা। স্ত্রী-পুরুষ সব বয়স্কদেরই প্রয়োজনে মরতে যেতে হয়। এটা যেন ওদের অলিখিত নিয়ম।
সুতরাং বলা যায়, মানুষের মত লেমিং প্রানি ও আত্মহত্যা করে ৷

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

https://steemit.com/@anis365
follow me for follow back
Please upvote all my post.
for upvote back
Thank you.........

অনেক সুন্দর লিখেছেন, আগে জানা ছিলো না এমন কিছু।

Nice post

awesome