Obak Jole Lyrics

in songlyrics •  8 months ago  (edited)

Obak Jole Lyrics


Obak Jole Lyrics

Song : Obak Jole
Singer ,Lyricist and Composer : Prasen
© Windows Production House

ইদানিং থাকছি ডুবে অবাক জলে,
তোমার পাড়ার জয়েন্ট কিংবা অ্যালকোহলে।
নানাবিধ আকারে আর ইঙ্গিতে-তে,
নানাবিধ আকারে আর ইঙ্গিতে-তে,
তুমি তো গান বানানোর কারণ হলে, কারণ হলে,
আর একটা গান বানানোর কারণ হলে।
তুমি ফের গান বানানোর কারণ হলে, কারণ হলে,
আর একটা গান বানানোর কারণ হলে।

ভোলে মন বৃষ্টিপাতের মামদোবাজি,
তুমি হও রাজা আমি মন্ত্রী সাজি।
ঝালে-ঝোলে কিংবা কোনো মন্ত্রবলে,
ঝালে-ঝোলে কিংবা কোনো মন্ত্রবলে,
তুমি তো গান বানানোর কারণ হলে, কারণ হলে,
আর একটা গান বানানোর কারণ হলে।

তুমি এলে পূর্বরাগের প্রথম পাঠে,
মন আমার সেলাই মেশিন দেয়াল বোনে।
যত ভাবি আর যাবোনা সে জঙ্গলে,
যত ভাবি আর যাবোনা সে জঙ্গলে
তুমি তো গান বানানোর কারণ হলে, কারণ হলে,
আর একটা গান বানানোর কারণ হলে।
তুমি ফের গান বানানোর কারণ হলে, কারণ হলে,
আর একটা গান বানানোর কারণ হলে।

ইদানিং থাকছি ডুবে অবাক জলে,
তোমার পাড়ার জয়েন্ট কিংবা অ্যালকোহলে।
নানাবিধ আকারে আর ইঙ্গিতে-তে,
নানাবিধ আকারে আর ইঙ্গিতে-তে,
তুমি সেই গান বানানোর কারণ হলে, কারণ হলে,
আর একটা গান বানানোর কারণ হলে।
তুমি ফের গান বানানোর কারণ হলে, কারণ হলে,
আর একটা গান বানানোর কারণ হলে।
please visit our website
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!