ভাল বক্তা হওয়ার কিছু গুরুত্ব পূর্ণ টিপস

in speaker •  7 years ago 


Image Source

আপনি একজন ভাল বক্তা হতে চান? Audience এর সামনে কথা বলতে গেলে কি আপনার হাত পা কাপাকাপি শুরু হয়ে যায়? তাহলে নিম্ন লিখিত tips গুল আপনারই জন্য।

কোন অনুষ্ঠান অথবা কোন মঞ্চে কথা বলতে গেলে দেখা যায় যে, আমাদের অনেকেরই হাত পা কাঁপতে থাকে, কথা এলোমেল হয়ে যায়,হার্টবিট বেড়ে যায়।এসব এড়িয়ে সুন্দর স্বাভাবিক ভাবে বক্তব্য দিতে চাইলে নিম্নলিখিত কাজগুলি আজ থেকেই শুরু করে দেন।

১।নোট করে বার বার অনুশিলনঃ


Source

যে বিষয়ের উপর তুমি বক্তব্য দিতে চাও সে বিষয়ে আগে থেকে নোট করে নাও এবং বার বার অনুশীলন করতে থাক।সমস্ত অস্থিরতা দূর করে বার বার নোট টা পরতে থাক। এবং আয়নার সামনে যেয়ে বার বার অনুশীলন করতে থাক।নিজে বক্তব্য দিয়ে আয়নার নিজের মোবাইলে তা রেকর্ড কর এবং তা পরবর্তীতে নিজে শুনে নিজের ভুল গুলকে ফাঈণ্ড আওট কর। এবং তা শুধ্রিয়ে নাও।

২।দর্শককে গুরুত্ব দেওয়া:


Source

তোমার বক্তব্য তৈরি করার আগে কেমন ধরনের দর্শকের সামনে তুমি বক্তব্য দিবা সে ব্যাপারে আগে থেকে জেনে নাও।তাহলে তুমি আগে থেকেই বুঝতে পারবে যে, কি ধরনের ভাষা , শব্দ ,তথ্য তুমি ব্যবহার করবে ।এবং সে অনুযায়ী তোমার বক্তব্য সাজিয়ে নিতে পারবে।

৩। বক্তব্যের কাঠামো নির্ধারণ করে নেওয়া:

নিজের বক্তব্যের জন্য বিষয়বস্তু নির্ধারণ করে নাও । এবং বক্তব্যের বিষয়বস্তু গুলো এক একটি ধাপে সাজিয়ে নিয়ে লিখে রাখো। প্রথমেই বিষয়টির নাম লিখে রাখো, তারপর কোন বিষয়ে কতুটুকু বলতে চাও তা সাজিয়ে নাও।

৪।নোট দেখে বক্তব্য দেওয়া থেকে বিরত থাকঃ


Source

কাগজে লেখা দেখে বক্তব্য দিলে দর্শকের মনে বিরুপ প্রভাব পরতে পারে।কাগজে লেখা দেখে বক্তব্য দিলে আমরা সাধারণত কাগজের দিকে তাকিয়ে বক্তব্য দিয়ে থাকি সেক্ষেত্রে আমরা সামনের অডিয়েন্স কে ঠিকভাবে কমিউনিকেট করতে পারিনা তাতে দর্শকের মনোযোগ নষ্ট হতে পারে।

৫। শুরুর দিকেই দর্শকের মনোযোগ আকৃষ্ট করুনঃ


Source
বক্তব্যের শুরুতেই এমন কিছু উক্তি অথবা কথা ব্যবহার করুন যাতে দর্শক আপনার বক্তব্য শুনতে আগ্রহী হয়।পরবরতি ধাপে তাহলে আপনার বক্তব্য দিতে সুবিধা হবে।

৬।নিজের সত্ত্বা কে যথাযথ ভাবে ফুটিয়ে তুলুনঃ

রোবটের মতো অন্যের বুলি না আওড়িয়ে, বরং নিজের মতো করে বলুন। একগাদা মুখস্থ কিছু বাক্য না বলে নিজের মতামত প্রকাশ করুন।নিজের স্বত্বাকে বিসর্জন দিয়ে মুখস্থ বাক্য আওড়ানোর কোন দরকার নেই।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

You got a 9.43% upvote from @upmewhale courtesy of @jannat!

Earn 100% earning payout by delegating SP to @upmewhale. Visit http://www.upmewhale.com for details!

অনেক ভালো পোস্ট আপনার ফেসবুক লিংক টা দিলে অনেক উপকার হতো. কিছু কথা বলতাম

You got a 16.30% upvote from @postpromoter courtesy of @jannat!

Want to promote your posts too? Check out the Steem Bot Tracker website for more info. If you would like to support the development of @postpromoter and the bot tracker please vote for @yabapmatt for witness!

You wrote all valid points.Next time I will implement this things before starting my speech

Voted

WoW..Thank You So Much For Sharing This Type Post..It Is Very Helpfull For Us..

খুব ভাল লাগছে পোস্ট তা আশা করি এমন আর পোস্ট পাব।আমাকে upvote করলে আমি অনেক খুশি হব।@jannatur.

This post has received a 39.66 % upvote from @booster thanks to: @jannat.

হ্যালো, আমি একজন কোরিয়ার কোথাও বাস করছি। আমি সেখানে ভ্রমণ করতে চাই।

Loading...