বাংলাদেশ প্রথম ইনিংসে ২৪৫ রান করেছেsteemCreated with Sketch.

in sports •  last year 

আজকে ১৩ অক্টোবর রোজ শুক্রবার। আজকে শুক্রবার। আজকে আমাদের মুসলমানদের হজের দিন বলা হয়৷ বাংলাদেশে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন। আজকে এই সাপ্তাহিক ছুটির দিনে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের খেলা। খেলটি শুরু হয়েছিলো বাংলাদেশ সময় দুপুর ২.৩০ টায়৷ খেলায় বাংলাদেশ প্রথম ব্যাটিং করে ২৪৫ রান করেছিলো।

বাংলাদেশ প্রথম ইনিংসে ৫০ ওভারে ২৪৫ রান ৯ উইকেটে করেছিলো৷ প্রথম দিকে বাংলাদেশের অবস্থা খারাপ ছিলো। ১২ ওভার ১ বলে ৫৬ রানে ৪ উইকেট পরে গিয়েছিলো৷ তারপর সাকিব ও মুশফিক দুইজনে ৯৬ রানের পার্টনারশিপ করেছিলো ১০৬ বলে৷ ৫ নাম্বার উইকেটে সাকিব ৫১ বলে ৪০ রান করে আউট হয়৷ শেষ পর্যন্ত মাহমুদুল্লাহ এর ব্যাটিং নৈপুণ্যে বাংলাদেশ ২০০ রান পার করে ২৪৫ রান করছে৷

বর্তমানে শেষ খবর পাওয়া পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৩১.২ বলে ২ উইকেট হারিয়ে ১৫৪ রান করছে৷ নিউজিল্যান্ডের জেতার জন্য আর ১৮ ওভার ৪ বলে ৯২ রান প্রয়োজন।

নিউজিল্যান্ড এই ম্যাচ জিতে যাবে।

1000000535.jpg

1000000536.jpg

1000000537.jpg

1000000538.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png