অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচে অদ্ভুত ভাবে আউট হলেন মার্ক চ্যাপম্যান। তাঁর আউটের ধরনের বিস্মিত গোটা ক্রিকেট দুনিয়া। বিস্মিত চ্যাপম্যান নিজেও।
কীভাবে আউট হয়েছেন চ্যাপম্যান? শুক্রবার অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড টি টোয়েন্টি ম্যাচ ছিল অকল্যান্ডে। সেই ম্যাচেই কিউই ব্যাটসম্যান চ্যাপম্যান বিরলভাবে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন।
নিউজিল্যান্ড ইনিংসের ১৮ তম ওভারের ঘটনা। বল করছিলেন অজি পেসার বিলি স্ট্যানলেক। ওভারের শেষ বলটা সরাসরি চ্যাপম্যানের হেলমেটে আঘাত করে। অজি পেসারের বলের গতি এতটাই ছিল যে, তাঁর মাথা থেকে ছিটকে পড়ে হেলমেট। সেই হেলমেট গিয়ে লাগে সোজা উইকেটে।
শেফিল্ড শিল্ডের ম্যাচে মাথায় হেলমেট পরেও শেষরক্ষা হয়নি ফিল হিউজের। হেলমেট পরলেও মৃত্যু এসে ছিনিয়ে নিয়ে যায় বাঁ হাতি ওপেনারের জীবন। বেকায়দায় বল এসে ঘাড়ে আছড়ে পড়াতেই প্রাণ হারাতে হয়েছিল হিউজকে। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড টি টোয়েন্টি ম্যাচেও ভয়ঙ্কর ঘটনা ঘটতেই পারত। তার বদলে আউট হয়ে গেলেন চ্যাপম্যান। ভাগ্য নেহাত ভালো ছিল তাঁর।আন্তর্জাতিক ক্রিকেটে এভাবে আগেও আউট হয়েছেন একাধিক ব্যাটসম্যান। অ্যাডাম পারোরেও একই ভাবে আউট হয়েছেন আগে। ব্রেট লির আগুনে বোলিংয়ে একইভাবে আউট হয়েছিলেন কিউই ব্যাটসম্যান পারোরে। ওয়েস্ট ইন্ডিয়ান ডোয়েন ব্রাভোর বলও আঘাত করেছিল ইংল্যান্ডের কেভিন পিটারসেনের হেলমেটে। সেই বল কেপির হেলমেট আঘাত করে ভেঙে দেয় উইকেটে।
(ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/ডিএইচ)
This post has received a 0.13 % upvote from @drotto thanks to: @osman28.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
This post has received a 0.03 % upvote from @speedvoter thanks to: @osman28.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit