বিশ্বকাপের আগে এটাই শেষ সুযোগ নিজেদের ঝালিয়ে নেওয়ার। নামে প্রীতি ম্যাচ হলেও ব্রাজিল-আর্জেন্টিনা তাই নিজেদের পরবর্তী দুই ম্যাচ নিয়েছে অনেক গুরুত্বের সঙ্গে। শেষবারের মতো দলটাকে একটু চেখে দেখা। মনে মনে সাজানো একাদশটা পরখ করে নেওয়া। বিশ্বকাপ শুরু হলে আর খুব বেশি সময় মিলবে না পরীক্ষা-নিরীক্ষার। গ্রুপ পর্বে তিন ম্যাচ খেলেই শুরু নকআউট পর্ব। নকআউট পর্বেও সর্বোচ্চ চারটি ম্যাচ। একটিতে হারলেই বিদায়। বিশ্বকাপ কত যে কঠিন!
এ কারণে প্রস্তুতি ম্যাচগুলোর গুরুত্ব বাড়ছে। সমর্থকেরাও হয়তো উন্মুখ হয়ে থাকবেন ম্যাচগুলো দেখার জন্য। যদিও সব ম্যাচ বাংলাদেশে দেখা যায়, এমন চ্যানেলে সম্প্রচারিত হবে না। তখন অনলাইনের মাধ্যমগুলোই ভরসা। আর্জেন্টিনা-হাইতি ম্যাচটি দেখার জন্য যেমন টিভির ওপর ভরসা করে লাভ নেই। অনলাইনে খুঁজতে হবে স্ট্রিমিং চ্যানেলগুলো।
আবার কিছু কিছু ম্যাচ সনি টেন চ্যানেলগুলোও দেখাবে। টিভি সূচি জানতে চোখ রাখুন প্রথম আলো ছাপা সংস্করণের খেলার পাতার ছোট পর্দায় বিভাগে। এ ছাড়া প্রথম আলো অনলাইনেও প্রতিদিন খেলার টিভি সূচি প্রকাশিত হয়।