হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ashikur50 বাংলাদেশের নাগরিক।
আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি।
১২কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ
২৮অক্টোবর , ২০২১ খ্রিস্টাব্দ
১৮রবিউল আওয়াল, ১৪৪৩ হিজরী
বৃহস্পতিবার
হেমন্তকাল।
তাহলে চলুন শুরু করা যাক
উপকরণঃ
১.পেন্সিল
২.রাবার
৩.স্কেল
৪.পেন্সিল কাটার
৫.এ ফোর সাইজের কাগজ
ধাপ-১
প্রথমে একটা এ ফোর সাইজের কাগজ নিলাম। ছবি অংকন টি করার জন্য।
ধাপ-২
তারপর আড়াআড়িভাবে দুই দিক থেকে দাগ টেনে নিলাম এই দাগের মধ্যে আমি চোখের ছবি অংকন টি করব।
ধাপ-৩
তারপর বাম দিকের চোখটা অংকন করে নিলাম।
আমার মনে হয় বাম দিক থেকে অংকন শুরু করাটাই ভালো বাম দিক থেকে অংকন শুরু করলে অংকনের মাপ ঠিক থাকে।
ধাপ-৪
দু'দিকের মাপ ঠিক রেখে চোখ অংকন করে ফেললাম। চোখের মনি টা পেন্সিল দিয়ে অনেক সময় ঘুরিয়ে ঘুরিয়ে কালো করে নিতে হবে যেন চোখ টা দেখতে অনেক আকর্ষণীয় হয়।
ধাপ-৫
কপালে যদি টিপ না থাকে তাহলে দেখতে অনেকটা বেমানান লাগে এজন্য কপালের উপর কালো একটি টিপ একে দিলাম যেন দেখতে অনেক সুন্দর লাগে।
ধাপ-৬
অবশেষে পরিপূর্ণ রূপ পেল আমার চোখের ছবি অংকন টি।
আমাদের খুবই স্পর্শকাতর অঙ্গ হলো আমাদের চোখ।চোখ দিয়ে আমরা চারপাশের সবকিছু দেখি।পৃথিবীর সৌন্দর্য উপভোগ করি।
আমার পোস্টে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ধন্যবাদ সবাই কে আমার পোস্ট টা পড়ার জন্য।