আমার বাংলা ব্লগে" অননুমোদিত P2P Exchange এর মাধ্যমে আপনার উপার্জনকৃত STEEM cashout-এ নিষেধাজ্ঞা

in steem •  9 months ago 

আপনারা সবাই জানেন যে একদম শুরুর দিন হতে "আমার বাংলা ব্লগ" STEEM cashout এর ক্ষেত্রে যে কোনো ধরণের অননুমোদিত P2P এক্সচেঞ্জ এর বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে । কোনো অবস্থাতেই "আমার বাংলা ব্লগের" কোনো ইউজার থার্ড পার্টি অননুমোদিত P2P এক্সচেঞ্জ করে ব্লগ থেকে আর উপার্জনকৃত অর্থ তুলতে পারবে না ।

এ ব্যাপারে আমরা বহু পোস্ট করেছি । সাপ্তাহিক হ্যাংআউটে বলেছি, abb-school এ বলেছি । তারপরেও বহু ইউজার অননুমোদিত P2P এক্সচেঞ্জ করে প্রতিনিয়ত তাঁদের উপার্জনকৃত অর্থ ব্যাংকে আনছেন । এবার থেকে আমরা এই নিয়মের ব্যত্যয় হতে দেখলে যেসকল ইউজার জড়িত পাবো তাঁদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবো ।

আমি কম্যুনিটির সংশ্লিষ্ট সকল অ্যাডমিন এবং মডারেটরদেরকে বলবো আপনার অননুমোদিত P2P এক্সচেঞ্জ ব্যবহার করে কোনো ইউজারকে অর্থ উত্তোলন করতে দেখলে সঙ্গে সঙ্গে আগে তাঁকে ব্যান করবেন । পরে, রেসল্যুশনে আসার চেষ্টা করবেন । বাট, সবার আগে চাই সেই ইউজারের একাউন্ট banned হোক ।

আর এই নিয়ম কম্যুনিটির অ্যাডমিন এবং মডারেটরদের জন্যও প্রযোজ্য হবে এখন থেকে ।

অননুমোদিত P2P এক্সচেঞ্জ ব্যবহার করা একধরণের Money Laundering । তাই এটা থেকে আমাদের সবাইকে অবশ্যই বিরত থাকা দরকার । স্টিমিট থেকে উপার্জনকৃত অর্থ রেমিট্যান্স হিসেবে সরকার অনুমোদিত চ্যানেলের মাধ্যমে আপনার নিজস্ব ব্যাঙ্ক একাউন্টে আনা ১০০% সম্ভব । এই ভাবে অর্থ দেশে আনলে সেটা লিগ্যাল হবে এবং দেশের অর্থনীতিও সমৃদ্ধশালী হবে । দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পাবে ।

আর অননুমোদিত P2P এক্সচেঞ্জ ব্যবহার করে অর্থ উত্তলোন করলে সেটাকে black money বা কালো টাকা হিসাবে মার্ক করা হবে । এছাড়াও অননুমোদিত P2P এক্সচেঞ্জ ব্যবহার করার রিস্ক মাত্রারিক্ত । আপনি যে পার্টির সাথে P2P এক্সচেঞ্জ করবেন সেটি যেহেতু অননুমোদিত তাই সেই পার্টির সাথে প্রত্যক্ষ মানি লন্ডারিং এর কানেকশন থাকতে পারে, চোরাচালান কারবারিদের সাথে সংশ্লিষ্টতা থাকতে পারে, অস্ত্র ও মাদক কারবারিদের সাথেও সেই পার্টির যোগ থাকতে পারে । আর সব চাইতে ভয়ঙ্কর ব্যাপার হলো যদি তাদের সাথে কোনো আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের ফান্ডিং টাচ থেকে থাকে ।

তাহলে কিন্তু আপনিও ফেঁসে যাবেন । কারণ, আপনার সাথে ওই পার্টির আর্থিক লেনদেনের বিষয়টি আইন প্রয়োগকারী সংস্থার নজরে আসতে পারে । আর এ ভাবেই লিগ্যালভাবে আর্ন করা আপনার White Money নিমেষে Black Money তে পরিণত হয়ে যাবে ।

আর তাই আমাদের কমুনিটিতে অননুমোদিত P2P এক্সচেঞ্জ ব্যবহার করে আপনার উপার্জনকৃত STEEM উইথড্র করা সম্পূর্ণ বেআইনি হিসাবে ঘোষণা করা হলো ।

তবে, বিশেষ পরিস্থিতে নিম্নের কয়েকটি Finance Regulated P2P এক্সচেঞ্জ ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো -

০১. Paxful : নিজের নামে ভেরিফায়েড একাউন্ট থাকতে হবে এখানে । নিজের অর্থ নিজের ব্যাঙ্ক একাউন্টে এক্সচেঞ্জ করা যাবে শুধুমাত্র নিজের ভেরিফাইড Paxful একাউন্ট ইউজ করে । অন্য কারো Paxful একাউন্ট ইউজ করে অথবা, নিজের Paxful একাউন্ট দিয়ে অন্য কারো অর্থ এক্সচেঞ্জ করা সম্পূর্ণ নিষিদ্ধ ।

০২. Binance P2P : নিজের ভেরিফাইড Binance একাউন্টে নিজের steemit ওয়ালেট থেকেই শুধুমাত্র ডিপোজিট করা যাবে । কোনো থার্ডপার্টি ডিপোজিট গ্রহণযোগ্য নয় । এরপর ডিপোজিটকৃত STEEM-কে নিজের Binance একাউন্টের Binance P2P সেক্শনে Verified এবং regulated P2P Exchanger এর মাধ্যমে নিজের ব্যাঙ্ক একাউন্ট বা E-wallet -এ আপনার দেশের Fiat Currency হিসাবে উইথড্র করতে পারবেন ।

------- ধন্যবাদ -------
পরিশিষ্ট
আজকের টার্গেট : ৫৫৫ ট্রন জমানো (Today's target : To collect 555 trx)
তারিখ : ১৬ মার্চ ২০২৪

টাস্ক ৫২৮ : ৫৫৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron
আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫৫৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :
TX ID : 4913e096449af057b8356e1cc8707fc597394ece9de200e15d0e105227fad227

টাস্ক ৫২৮ কমপ্লিটেড সাকসেসফুলি
এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!