আপনারা সবাই জানেন যে একদম শুরুর দিন হতে "আমার বাংলা ব্লগ" STEEM cashout এর ক্ষেত্রে যে কোনো ধরণের অননুমোদিত P2P এক্সচেঞ্জ এর বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে । কোনো অবস্থাতেই "আমার বাংলা ব্লগের" কোনো ইউজার থার্ড পার্টি অননুমোদিত P2P এক্সচেঞ্জ করে ব্লগ থেকে আর উপার্জনকৃত অর্থ তুলতে পারবে না ।
এ ব্যাপারে আমরা বহু পোস্ট করেছি । সাপ্তাহিক হ্যাংআউটে বলেছি, abb-school এ বলেছি । তারপরেও বহু ইউজার অননুমোদিত P2P এক্সচেঞ্জ করে প্রতিনিয়ত তাঁদের উপার্জনকৃত অর্থ ব্যাংকে আনছেন । এবার থেকে আমরা এই নিয়মের ব্যত্যয় হতে দেখলে যেসকল ইউজার জড়িত পাবো তাঁদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবো ।
আমি কম্যুনিটির সংশ্লিষ্ট সকল অ্যাডমিন এবং মডারেটরদেরকে বলবো আপনার অননুমোদিত P2P এক্সচেঞ্জ ব্যবহার করে কোনো ইউজারকে অর্থ উত্তোলন করতে দেখলে সঙ্গে সঙ্গে আগে তাঁকে ব্যান করবেন । পরে, রেসল্যুশনে আসার চেষ্টা করবেন । বাট, সবার আগে চাই সেই ইউজারের একাউন্ট banned হোক ।
আর এই নিয়ম কম্যুনিটির অ্যাডমিন এবং মডারেটরদের জন্যও প্রযোজ্য হবে এখন থেকে ।
অননুমোদিত P2P এক্সচেঞ্জ ব্যবহার করা একধরণের Money Laundering । তাই এটা থেকে আমাদের সবাইকে অবশ্যই বিরত থাকা দরকার । স্টিমিট থেকে উপার্জনকৃত অর্থ রেমিট্যান্স হিসেবে সরকার অনুমোদিত চ্যানেলের মাধ্যমে আপনার নিজস্ব ব্যাঙ্ক একাউন্টে আনা ১০০% সম্ভব । এই ভাবে অর্থ দেশে আনলে সেটা লিগ্যাল হবে এবং দেশের অর্থনীতিও সমৃদ্ধশালী হবে । দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পাবে ।
আর অননুমোদিত P2P এক্সচেঞ্জ ব্যবহার করে অর্থ উত্তলোন করলে সেটাকে black money বা কালো টাকা হিসাবে মার্ক করা হবে । এছাড়াও অননুমোদিত P2P এক্সচেঞ্জ ব্যবহার করার রিস্ক মাত্রারিক্ত । আপনি যে পার্টির সাথে P2P এক্সচেঞ্জ করবেন সেটি যেহেতু অননুমোদিত তাই সেই পার্টির সাথে প্রত্যক্ষ মানি লন্ডারিং এর কানেকশন থাকতে পারে, চোরাচালান কারবারিদের সাথে সংশ্লিষ্টতা থাকতে পারে, অস্ত্র ও মাদক কারবারিদের সাথেও সেই পার্টির যোগ থাকতে পারে । আর সব চাইতে ভয়ঙ্কর ব্যাপার হলো যদি তাদের সাথে কোনো আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের ফান্ডিং টাচ থেকে থাকে ।
তাহলে কিন্তু আপনিও ফেঁসে যাবেন । কারণ, আপনার সাথে ওই পার্টির আর্থিক লেনদেনের বিষয়টি আইন প্রয়োগকারী সংস্থার নজরে আসতে পারে । আর এ ভাবেই লিগ্যালভাবে আর্ন করা আপনার White Money নিমেষে Black Money তে পরিণত হয়ে যাবে ।
আর তাই আমাদের কমুনিটিতে অননুমোদিত P2P এক্সচেঞ্জ ব্যবহার করে আপনার উপার্জনকৃত STEEM উইথড্র করা সম্পূর্ণ বেআইনি হিসাবে ঘোষণা করা হলো ।
তবে, বিশেষ পরিস্থিতে নিম্নের কয়েকটি Finance Regulated P2P এক্সচেঞ্জ ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো -
০১. Paxful : নিজের নামে ভেরিফায়েড একাউন্ট থাকতে হবে এখানে । নিজের অর্থ নিজের ব্যাঙ্ক একাউন্টে এক্সচেঞ্জ করা যাবে শুধুমাত্র নিজের ভেরিফাইড Paxful একাউন্ট ইউজ করে । অন্য কারো Paxful একাউন্ট ইউজ করে অথবা, নিজের Paxful একাউন্ট দিয়ে অন্য কারো অর্থ এক্সচেঞ্জ করা সম্পূর্ণ নিষিদ্ধ ।
০২. Binance P2P : নিজের ভেরিফাইড Binance একাউন্টে নিজের steemit ওয়ালেট থেকেই শুধুমাত্র ডিপোজিট করা যাবে । কোনো থার্ডপার্টি ডিপোজিট গ্রহণযোগ্য নয় । এরপর ডিপোজিটকৃত STEEM-কে নিজের Binance একাউন্টের Binance P2P সেক্শনে Verified এবং regulated P2P Exchanger এর মাধ্যমে নিজের ব্যাঙ্ক একাউন্ট বা E-wallet -এ আপনার দেশের Fiat Currency হিসাবে উইথড্র করতে পারবেন ।
------- ধন্যবাদ -------
পরিশিষ্ট
আজকের টার্গেট : ৫৫৫ ট্রন জমানো (Today's target : To collect 555 trx)
তারিখ : ১৬ মার্চ ২০২৪
টাস্ক ৫২৮ : ৫৫৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron
আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx
৫৫৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :
TX ID : 4913e096449af057b8356e1cc8707fc597394ece9de200e15d0e105227fad227
টাস্ক ৫২৮ কমপ্লিটেড সাকসেসফুলি
এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়