শারদীয়া দুর্গোৎসব ১৪২৯ : পূজা পরিক্রমা পর্ব ১৭ [শেষ পর্ব]

in steem •  2 years ago 

image.png

আজকে শারদীয়া দুর্গোৎসব ১৪২৯, পূজা পরিক্রমা এর অন্তিম পর্ব । বেশ কয়েকদিন ধরে এই বিশেষ ফোটোগ্রাফি সিরিজটি চললো । প্রত্যেক বছরই আমি আসলে দূর্গা পুজো আর কালী পুজোর সিরিজ ফোটোগ্রাফি পোস্ট করি । কারণ, আমাদের কলকাতায় দূর্গা পুজো পুরো ৭ দিন ধরে আর কালী পুজো পুরো পাঁচ দিন ধরে চলে ।

বিশাল জাঁকজমক এবং অত্যন্ত আড়ম্বরপূর্ণ ভাবে এই দুটি পূজা অনুষ্ঠিত হয় । প্রত্যেক বছর আমি অসাধারণ কিছু শিল্প নৈপুণ্যের সাক্ষী থাকি । এত এত সুন্দর করে মণ্ডপগুলো সাজায় যে সত্যিই মুগ্ধ করে আমাদেরকে ভীষণভাবে । সেই সব শিল্প নৈপুণ্যের কিছু নমুনা এই সতেরটি পর্বে এক এক করে উপস্থাপন করে আসছি । আশা করছি আপনাদের ভালোই লেগেছে ।

তো চলুন শুরু করা যাক, আমাদের অন্তিম পর্ব :

image.png

image.png

মস্কোর ক্রেমলিন হাউজ এর আদলে তৈরী এই পুজো প্যান্ডেলটি । নিচে উত্তর আমেরিকার রেড ইন্ডিয়ান উপজাতির একটা পূর্ণ মূর্তি ।

তারিখ : ০৫ অক্টোবর ২০২২

সময় : সন্ধ্যা ০৮ টা ৩০ মিনিট

স্থান : বনগাঁ, পশ্চিমবঙ্গ, ভারত ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!