আজকে বেশি কিছু লেখার টাইম নেই মোটেও । রাতে খাবো এখন । খুব খিদে পেয়েছে । গতকাল আমাদের টিনটিন বাবুর ডে আউট ছিল । উইথ হিজ ম্যাডাম । টিনটিনবাবুর ম্যাডাম প্রত্যেক সপ্তাহে ৫ দিন পড়াতে আসেন । মাঝে মাঝে ম্যাডামকে নিয়ে এমন করেই আমরা বেড়াতে বের হই । তো, কাল গিয়েছিলাম কলকাতা তথা সমগ্র এশিয়ার সর্ব বৃহৎ ইকো পার্ক আমাদের লেকটাউন স্থিত "ইকো পার্ক" । আপনারা জানেন যে প্রায়শই আমরা ইকো পার্কে বেড়াতে যাই ।
https://bit.ly/3aVA3QB
আমাদের বাড়ি থেকে ইকো পার্কের দুরুত্ব খুব বেশি হলে তিরিশ মিনিটের পথ মোটে । তো গতকাল বিকেল সাড়ে চারটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা অবধি ছিলাম আমরা পার্কে । তো, চলুন আর কথা না বাড়িয়ে শেয়ার করি ফটোগ্রাফ গুলো ।
https://bit.ly/3aVA3QB
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!