গাছ ......
মানুষের বেঁচে থাকার জন্য গাছের গুরুত্ব অপরিসীম । প্রতিনিয়ত গাছ থেকে আমার সকল শুবিধা পেয়ে থাকি । মানুষের প্রয়োজনীয় অক্সিজেন আমার গাছ থেকে পেয়ে থাকি । এই জন্য মানুষের জন্য গাছ অতি গুরুত্বপূর্ণ ।
ফলজ গাছ :
গাছ শুধু আমাদের অক্সিজেন দেয় না । আমাদের চাহিদার সকল ফল দিয়ে থাকে । এসকল ফল অনেক শুসাধু হয়ে থাকে । যেমন : আমার ,জাম, তাল , আপেল , পেঁপে কমলা, কাঁঠাল ইত্যাদি ।
এই জন্য গাছ আমাদের অতি প্রয়োজনীয় । গাছ সংরক্ষণ করুন , পরিবেশ বাঁচান ।