পাতাবাহার গাছsteemCreated with Sketch.

in steemexclusive •  2 years ago 
আচ্ছালামুয়ালাইকুম

অপরাজিতা বা নিলকন্ঠ ফুল

20230429_155757.jpg

20230429_155747.jpg

এই গাছটি একটি পাতাবাহার গাছ। আমার মা এই গাছটি প্রায় এক বছর আগে একটি ছোট মাটির টবে লাগিয়েছিলো। গাছটি তখন ৩ পাতা বিশিষ্ট ছিলো৷ আস্তে আস্তে ১ বছর ধরে গাছটির আরও কিছু পাতা বের হয়েছে। কিন্তু বর্তমানে গাছটির পাতায় আমি একটি অদ্ভুত জিনিস লক্ষ্য করছি৷ সেটি হলো গাছের পাতার উপরিভাগ দিয়ে ৪ টি পাতা বিশিষ্ট নতুন পাতা বের হচ্ছে। একটি পাতার মধ্যে এরকম করে নতুন আরও ৬-৭ টি পাতা বের হয়েছে।

20230429_155755.jpg

20230429_155744.jpg

এরকম পাতা আমি অন্য একটি গাছের মধ্যে দেখেছিলাম৷ ঐ গাছটিতে শীতকালে লাল বর্ণের ফুল হইতো। তবে এই গাছটিও কি ঐ একই জাতের গাছের কিনা আমার জানা নেই। গাছটির পাতা গুলো অনেক মোটা। পাতা গুলো সবুজ বর্ণের। এই গাছটিতে কোন কান্ড নেই। এই গাছটি পাতা দ্বারা গঠিত।

20230429_155759.jpg

আল্লাহ তাআলা পৃথিবীতে কত ধরনের গাছগাছালি সৃষ্টি করে রেখেছেন৷ যার বৃদ্ধি অদ্ভুত ভাবে হয়ে থাকে৷

ধন্যবাদ
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!