অপরাজিতা বা নিলকন্ঠ ফুল
এই গাছটি একটি পাতাবাহার গাছ। আমার মা এই গাছটি প্রায় এক বছর আগে একটি ছোট মাটির টবে লাগিয়েছিলো। গাছটি তখন ৩ পাতা বিশিষ্ট ছিলো৷ আস্তে আস্তে ১ বছর ধরে গাছটির আরও কিছু পাতা বের হয়েছে। কিন্তু বর্তমানে গাছটির পাতায় আমি একটি অদ্ভুত জিনিস লক্ষ্য করছি৷ সেটি হলো গাছের পাতার উপরিভাগ দিয়ে ৪ টি পাতা বিশিষ্ট নতুন পাতা বের হচ্ছে। একটি পাতার মধ্যে এরকম করে নতুন আরও ৬-৭ টি পাতা বের হয়েছে।
এরকম পাতা আমি অন্য একটি গাছের মধ্যে দেখেছিলাম৷ ঐ গাছটিতে শীতকালে লাল বর্ণের ফুল হইতো। তবে এই গাছটিও কি ঐ একই জাতের গাছের কিনা আমার জানা নেই। গাছটির পাতা গুলো অনেক মোটা। পাতা গুলো সবুজ বর্ণের। এই গাছটিতে কোন কান্ড নেই। এই গাছটি পাতা দ্বারা গঠিত।
আল্লাহ তাআলা পৃথিবীতে কত ধরনের গাছগাছালি সৃষ্টি করে রেখেছেন৷ যার বৃদ্ধি অদ্ভুত ভাবে হয়ে থাকে৷