Hello all. Hope you all are doing fine. Many of you guys already know that we arrange a charity program in every Ramadan from our organization Sebar Prottoy (সেবার প্রত্যয়)। In this Ramadan we want to arrange the program again. We have decided to do our program on the 10th of Ramadan. We will collect donations till 7th of Ramadan. So your every donation is welcome. If you are from Bangladesh you can send money through mobile banking here. Also you can send your steem in my wallet with memo. Hope all of you will come forward to do our program. You can see our Facebook post here: https://fb.watch/cexju-xUEP/
Our Facebook Page link: https://www.facebook.com/sebarprottoybd/
Our Facebook Group Link: https://www.facebook.com/groups/311982449474664
Bangla -
বিসমিল্লাহির রহমানের রাহিম। আসসালামু আলাইকুম।
পবিত্র মাহে রমজানে সেবার প্রত্যয় তরফ থেকে সবাইকে অভিনন্দন। আমরা সকলেই জানি সেবার প্রত্যয় প্রতিবার রমজানে ইফতারের আয়োজন করে থাকে অসহায়, পথশিশু এবং সুবিধাবঞ্চিতদের জন্য। এবারও তার ব্যতিক্রম না, এবারও সেবার প্রত্যয় অসহায়, পথশিশু এবং সুবিধাবঞ্চিতদের জন্য ইফতারের অনুষ্ঠান করতে চাই। আমরা সবাই একসাথে এই উদ্যোগটি ভালোভাবে সফল করতে পারি। আমরা সকলেই সামর্থ্য অনুযায়ী চাঁদা দিয়ে আমাদের এই কার্যক্রম সফল করতে এগিয়ে আসবো ইনশাআল্লাহ। পরিচালকদের সিদ্ধান্তের উপর ভিত্তি করে এই রমজানে ইফতার বিতরণ কর্মসূচির দিন নির্ধারণ করা হয়েছে ১০ম রোজায় (১২-০৪-২০২২) তারিখ। অনুষ্ঠানটি সফল করার জন্য চাঁদা উঠানোর শেষ তারিখ দেওয়া হয়েছে ০৭ম রোজা (০৯-০৪-২০২২) তারিখ।
অনুষ্ঠানটি সফল করার জন্য চাঁদার পরিমাণ ধরা হয়েছে ২০০ টাকা। আমরা সকলেই যে যার সামর্থ্য অনুযায়ী টাকা দিয়ে শরিক হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
আমরা যারা অনলাইনে টাকা দিব।
Razu Ahmed : 01918321788 (বিকাশ, নগদ, রকেট)
বিশেষ দ্রষ্টব্য : আমরা যারা টাকা পাঠাবো তারা অবশ্যই নিজের নাম এবং নিজের পরিচয় রেফারেন্স উল্লেখ করে দেব।
সবাই নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করব অনুষ্ঠানটি সুন্দরভাবে করার জন্য।
যারা স্টিম দিতে চান ডোনেশন হিসেবে তারা আমার ওয়ালেট @razuahmed এ পাঠাতে পারেন। মেমো তে উল্ল্যেখ করে দিতে পারেন।
আমাদের ফেসবুক পোস্টঃ https://fb.watch/cexju-xUEP/
আমাদের ফেসবুক পেজ এর লিংক : https://www.facebook.com/sebarprottoybd/
আমাদের ফেসবুক গ্রুপ এর লিংক : https://www.facebook.com/groups/311982449474664
ধন্যবাদে সেবার প্রত্যয়
(সুবিধাবঞ্চিতদের পাশে)
Cc: