আসসালামু আলাইকুম
আশাকরি প্রাণঘাতী করোনাভাইরাস এর সময় আপনারা সকলে আল্লাহর রহমতে অনেক ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ও অশেষ দয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আমার পরিচয় সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব।
আমার নাম মোঃ ইয়াসিন আরাফাত, আমার ইউজার আইডি @yasin20, আমার বাসা ঢাকা জেলার সাভার থানায়। আমার বাবা একজন চাকরিজীবী মা একজন গৃহিনী। আমার বয়স ২৬ বছর আমি বি বি এ compleate করে ফেলেছি পাশাপাশি আমি প্রফেশনালভাবে একটা কোম্পানির সাথে কাজ করছি। আমি দীর্ঘ তিন বছর যাবত এই কোম্পানিটি সাথে কাজ করে আসছি।
আমি কম্পিউটার সাইন্স এর উপর ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে 2017 সালে বিবিএ কমপ্লিট করেছি। এরপর একটি কোম্পানিতে প্রফেশনালভাবে ম্যানেজার হিসেবে কাজ করছি গত তিন বছর যাবত। এটা একটা মাল্টিন্যাশনাল কোম্পানি এদের অনেকগুলো মাল্টিপল শাখা আছে।
এছাড়াও আমি হাল্কা পাতলা ফ্রিল্যান্সিং করি । ডিজিটাল মার্কেটিং নিয়ে । এছাড়াও SEO , Web Development , Web design এসবের প্রতিও ঝোক আছে। আমি এসব এখনো শিখছি ।নিজেকে একজন এক্সপার্ট হিসেবে গড়ে তোলার ইচ্ছায় ।
আপনারা এখানে অনেক দিন ধরেই আছেন। অভিজ্ঞতার দিক দিয়ে অনে সিনিয়র । আমি এখানে নতুন। আশা করবো আপনারা আমাকে দেখে রাখবেন । সবার দীর্ঘায়ু কামনা করছি ।
আসসালামু আলাইকুম ।