কোহিনূর # বাংলাদেশ
আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে। আশা করি ভালো আছেন। এবং ভালো থাকার প্রত্যাশা করি।
গ্রামবাংলা ও নদ-নদীর প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে পোস্টের মাধ্যমে কিছু স্ট্যাটাস তুলে ধরা হবে আশা করি ভালো লাগবে।
সত্যতার সূচনা লগ্ন থেকে শুরু করে ,আধুনিক বিশ্ব পর্যন্ত
প্রকৃতি তার রূপ ধরে রেখেছে আপন মায়ায়। আবহমান বাংলার জীবন বৈচিত্র্য সত্যিই অসাধারণ। বিজ্ঞানের এই বিষ্ময়কর যুগে ও প্রকৃতি ধরে রেখেছে তার রুপ। গ্রাম বাংলার প্রকৃতির দৃশ্য মনোমুগ্ধকর। ফসলের মাঠের পর মাঠ, চারদিকে সবুজ শ্যামল শস্য ভরা ফসলের মাঠ।
সবুজ গাছগাছালির ছায়ায় ঘেরা নিবিড় ফসলের মাঠ। বাংলাদেশ একটি কৃষি নির্ভর দেশ। এদেশের অর্থনৈতিক চাকা কৃষির উপর নির্ভর। বাংলাদেশের শতকরা ৮০ ভাগ লোক কৃষি কাজ করে। বাংলাদেশর রপ্তানি আয়ের সিংহভাগই আসে কৃষি থেকে। কৃষি রুপে বৈচিত্র্যময় গ্রামবাংলার ঐতিহ্য। বাংলাদেশে প্রধানত তিন ধরনের ধান উৎপাদন হয়,আউশ,আমন,বোরো। কৃষক চারা রোপণ করা থেকে শুরু করে, ফসলে সার প্রয়োগ, আবাদি উচ্ছেদ,জমিতে প্রয়োজন মত পানি দেয়া, ফসল কাটা, মারাই দেয়া, রোদে শুকিয়ে ঘরে তোলা পর্যন্ত ধাপ সম্পন্ন করে কৃষক ফসল ঘরে তোলে। গ্রামের আঞ্চলের সৌন্দর্য যে কতটা সুন্দর হয় সেটা আসলে বলে বুঝানোর সম্ভব না। গ্রাম বাংলা সৌন্দর্য অনুভব করার মত জায়গা যেখানে রয়েছে, সেটা শুধু প্রাকৃতিক দৃশ্য সৌন্দর্য দ্বারা শোভা পায়।এবং ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরে পরিচালিত করে।
গ্রামবাংলার ঐতিহ্যর আরো একটি অপরুপ দৃশ্যের সমাহার বহন করে নদ- নদী, হাওর -বাওর, জলাশয় পুকুর। সভ্যতার সূচনা লগ্ন থেকে শুরু করে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির বিষ্ময়কর যুগে ও নদী আজ ও তার আপন রুপ বহন করে। ইতিহাস ও ঐতিহ্যের সাথে আজ ও বেশ মিল নদীর জীবন চক্র। নদীতে পাল তোলা নৌকা চলা, লঞ্চ, স্টিমার যান বাহন আধুনিক যুগে ও দৃশ্যমান।খেয়া ঘাটে মাঝি -মাল্লা র ধারটানা, খেয়া ঘাটে হাট -বাজার গ্রাম বাংলা ইতিহাস ও ঐতিহ্যের এক মনোমুগ্ধকর দৃশ্য। খেয়া ঘাটে সারি নৌকা বাঁধা। নদীর তীরে মাছ ধরার ঝাঁকে পাককৌড়ির সারি, একটু পর পর নদী থেকে ডুব দিয়ে মাছ সিকার করার দৃশ্য চমৎকার। নদীর এক পারে দাঁড়িয়ে অপর তীরের গ্রাম গুলো ছবি মত সুন্দর। নির্ভীর ছায়ার ঘেরা চারপাশে। ভোরের প্রথম সূর্যের আলো উঁকি দেয় নদীর বুকে। নদীর চারদিকে সোনালি আলোয় টলমল করে নদীর পানি। ঢেউয়ের বুকে বেশে বেড়ায় কচুরিপানা। নদীর তীরে বেশে বেড়ায় সাদা বকের সারি, পানকৌড়ি দল। রাতে নদীর বুকে দৃশ্য প্রাণ জুরিয়ে যায়।
বাংলার প্রকৃতির নদী এক অবারিত সৌন্দর্য। আমাদের দেশে নদী প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে আপন মহিমায় বিস্তার লাভ করে। বাঙালির রক্তের সাথে মিশে আছে নদীর ভালোবাসা। নদীর সৌন্দর্যে পাগল প্রায় বাঙালি অনুভূতির শেষ নেই। বাংলাদেশের জিডিপির বড় একটি অংশ মায়াবতী এ সমস্ত নদীর মাধ্যমে অর্জন করা হয়। মানুষের দুঃখ কষ্ট কিছু মূহুর্তের জন্য হলে ও হারিয়ে যায় ইতিহাসের অতলে। নদীর ভালোবাসায় মুগ্ধ হয়ে অনেক বাঙালির ইতিহাস ও কতশত কবি সাহিত্যিকের জন্ম হয়ে, নদ নদীর ভালোবাসা আমাদের অনন্তকালের সাক্ষী হয়ে আছে। বাংলাদেশের বিশেষ করে নদীর দুই তীরে গড়ে উঠেছে হাজার হাজার শিল্প কারখানা। নদীর বুকে শতশত মানুষ স্বপ্ন বোনে।আমাদের দেশের বৃহৎ জনপদের আর্থিক সমৃদ্ধিতে নদীর সিংহভাগ ভূমিকা বিদ্যমান রয়েছে। নদীর গুরুত্ব বলে শেষ করার মত নয়।
ভালো থাকবেন সবাই, এ সকলের প্রতি রইল আমার হ্নদয় নিন্দ্রান ভালোবাসা 🇧🇩💚💙
আল্লাহ হাফেজ
ধন্যবাদ সবাইকে।
মাঝে মাঝে মনে হয় প্রকৃতির মাঝে হারিয়ে যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পোস্টটি খুব ভালো লাগলো। গ্রাম বাংলার এক অসাধারণ প্রাকৃতিক রূপ আপনি আমাদের সামনে উপস্থাপন করেছেন। সত্যিই শহরে থাকতে থাকতে মাঝে মাঝে গ্রামের প্রাকৃতিক রূপ আমাদের নজর কাড়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit